হাইওয়ে ব্রিজ থেকে খাদে যাত্রীবাহী বাস, মৃত্যু ৫১ জনের, জাতীয় শোক

১১ ফেব্রুয়ারি : হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস খাদে পড়লে প্রাণ হারালেন ৫১ যাত্রী। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গুয়াতেমালায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো। সোমবার দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুয়াতেমালা সিটির বাইরে দূষিত খাদে বাসটি ডুবে যাওয়ার পর ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী নিহত হন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

এ দিকে, গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “আমি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি যারা আজ হৃদয়বিদারক সংবাদে জেগে উঠেছেন। তাদের কষ্টই আমার কষ্ট।”

হাইওয়ে ব্রিজ থেকে খাদে যাত্রীবাহী বাস, মৃত্যু ৫১ জনের, জাতীয় শোক
হাইওয়ে ব্রিজ থেকে খাদে যাত্রীবাহী বাস, মৃত্যু ৫১ জনের, জাতীয় শোক
Spread the News
error: Content is protected !!