লাথি মেরে শিশুকে হত্যা করল পাষাণ বাবা, ধৃত
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : চার বছরের শিশুপুত্র লাথি মেরে হত্যা করল পাষাণ বাবা। এই নির্মম ও লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় গোলাঘাটের বড়পাথরে। সোমবার রাতে শিশুপত্রকে লাথি মেরে মেরে হত্যা করে বলে অভিযোগ। বড়পাথর পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।
বারপাথার থানার অন্তর্গত ওপারলাংথা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশুটির দাদি তার বাড়িতে রক্তাক্ত লাশ দেখতে পান।
ঠাকুমার ভাষ্য মতে, নাতি অর্থাৎ শিশুটি কাঁদতে ছিল বাবা প্রশান্ত হাও তার একমাত্র ছেলেকে পদদলিত করে হত্যা করে। বাড়ির পাশে বালিতে শিশুর লাশ পুঁতে ফেলার চেষ্টা করে।
কিন্তু ঘটনাটি টেরপে স্থানীয় এক যুবক গ্রামরক্ষী বাহিনীকে জানায়। এরপর স্থানীয় জনগণ উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে নিহতের বাবা প্রশান্ত হাওকে আটক করেছে।
ওই ব্যক্তির স্ত্রী ও দুই মেয়ে প্রতিবেশী নাগাল্যান্ডের ডিমাপুরে থাকেন। প্রশান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন।