নারী ক্ষমতায়ন ও সুরক্ষায় শ্রীভূমি জেলায় পক্ষব্যাপী সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষার বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে এবং পোস, পিসিপিএনডিটি, পিসিএমএ ও পকসো আইন সম্পর্কে সচেতন করতে ১১ থেকে ২৮ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে সচেতনতা অভিযান ও প্রচার সামগ্রী বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির নারী ও শিশু উন্নয়ন বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান বা ডিএইচইডব্লুউ এর মিশন শক্তি ও বেটি বাচাও বেটি পড়াও কার্যক্রমের অংশ হিসেবে এই সচেতনতা অভিযান ও প্রচার সামগ্রী বিতরণ কার্যসূচি ১১ নভেম্বর শুরু হয়। এতে জেলার প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ শ্রীভূমির খাগাইল হাইস্কুল, লোয়াইরপোয়ার বালিপিপলা হাইস্কুল, দুল্লভছড়ার গম্ভীরা চা-বাগান হাইস্কুল, রামকৃষ্ণ নগরের ঘুলছড়া হাইস্কুল, পাথারকান্দির দোহালিয়া এক্সটেনডেড হাইস্কুল ও উত্তর শ্রীভূমিতে ভৈরব এমই স্কুলে এই সচেতনতা অভিযান ও প্রচার সামগ্রী বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়।

নারী ক্ষমতায়ন ও সুরক্ষায় শ্রীভূমি জেলায় পক্ষব্যাপী সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত

মূলত কিশোরী, অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকাদের বিশেষভাবে সচেতন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত ওই কার্যক্রমে আমন্ত্রিত বক্তা হিসেবে শ্রীভূমি পুলিশ সুপার কার্যালয়ের ডব্লুউএসআই কৃষ্ণমণী কলিতা ও নূরনেহা বেগম এবং এসআই যতিন শইকিয়া নারী সুরক্ষার আইন নিয়ে সবাইকে সচেতন করেন। পাশাপাশি, অন্যান্যদের মধ্যে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, স্কুল শিক্ষকরা, ডিএইচইডব্লুউ থেকে লিঙ্গ বিশেষজ্ঞ আজহার আহমেদ ও অভিমন্যু সরকার মিশন শক্তির বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। ওই অনুষ্ঠানগুলি কিশোরী ছাত্রী, শিক্ষক ও অংশ গ্রহণকারীদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ী ছিল।

নারী ক্ষমতায়ন ও সুরক্ষায় শ্রীভূমি জেলায় পক্ষব্যাপী সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত

Author

Spread the News