মহিলা ক্ষমতায়নে স্বাস্থ্য সচেতনতায় বিশেষ গুরুত্ব কণাদের

সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের উদ্বোধন করলেন সাংসদ____

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মহিলা ক্ষমতায়নে স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব আরোপ রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থের। বুধবার শিলচর সিভিল হাসপাতালে ‘ সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’ শীর্ষক অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন তিনি। বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মহিলা ক্ষমতায়নে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত প্রয়োজন। তাঁর কথায়, একজন নারী সুস্থ থাকলেই পরিবার শক্তিশালী হয়। আর পরিবার শক্তিশালী হলেই জাতি সমৃদ্ধ হয়। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’ এর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই  অভিযান শুধু স্বাস্থ্যসেবার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই অভিযান নারীর মর্যাদা, ক্ষমতায়ন এবং সমাজের ভবিষ্যত।

সাংসদ কণাদ পুরকায়স্থ উল্লেখ করেন প্রতিটি পরিবারের ভিত্তি হল নারী। তাই এই অভিযানে নারীদের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, যেমন  অ্যানিমিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্তন ও জরায়ুর ক্যান্সার, যক্ষা রোগ নির্নয় আদি রোগের পরীক্ষা নিরীক্ষা করা হবে যাতে গোড়াতেই রোগ নির্ণয়ের পর
উপযুক্ত চিকিৎসা প্রদান করা যায়। তাছাড়া পুষ্টি ও সুষয খাদ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য পরিপূরক খাদ্য সরবরাহেও গুরুত্ব দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতাও এই অভিযানে অন্তর্ভুক্ত। এই অভিযানকে আর সফল করতে পরিবার, স্থানীয় সংস্থা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে উৎসাহিত করছে সরকার। যাতে সবাই মিলে বার্তা ছড়িয়ে দেয় যে নারীর স্বাস্থ্য শুধুই তার বিষয় নয়, বরং গোটা সমাজের দায়িত্ব। নারীদের স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে ক্ষমতায়ন করা হল দারিদ্র্য ও রোগের চক্র ভাঙার প্রথম ধাপ। একজন সুস্থ মা জন্ম দেন সুস্থ সন্তানকে। একজন পুষ্টিসম্পন্ন কন্যাই  আত্মবিশ্বাসী নারী হয়ে উঠেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপকুমার পাটোয়া, জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবব্রত রায়, স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্টেন্ট কমিশনার
দীপা দাস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিবস উপলক্ষে পনেরো দিন ব্যাপী সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান আজ থেকে শুরু হয়েছে সারা দেশে। বুধবার সিভিল হাসপাতালে কাছাড় জেলায় এই অভিযানের উদ্বোধন করেন সাংসদ কণাদ পুরকায়স্থ।

Spread the News
error: Content is protected !!