মেধাবী ৪.০ পরীক্ষার আংশিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রিসাইন্সিয়া স্কুলে
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : হাইলাকান্দিস্থিত প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে দিবাকর ট্রাস্ট ও প্রিসাইন্সিয়া স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত মেধাবী ৪.০ শীর্ষক জেলাভিত্তিক বার্ষিক মেধা পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দু’টি পর্বে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর হাইলাকান্দি জেলার মোট চারটি কেন্দ্রে পরীক্ষাটি আয়োজন করা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মাধ্যমে ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সকাল ১০-৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রথম পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। রবিবার প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন দিবাকর ট্রাস্ট এর সভাপতি তথা প্রিসাইন্সিয়া স্কুল এর অ্যাকাডেমিক ডাইরেক্টর অঞ্জন কুমার সাহা, মেধাবী ৪.০ পরীক্ষার মুখ্য নিয়ন্ত্রক তথা স্কুল এর অন্যতম গণিত শিক্ষক প্রসেনজিৎ চৌধুরী; ট্রাস্ট এর সম্পাদক তথা স্কুল এর অধ্যক্ষ ড. পারিজাত দেব রায়; অভিভাবকদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আইনজীবী রাজেশকুমার দেব এবং অষ্টম ও নবম শ্রেণীর অংশগ্রহণকারী দু’জন প্রতিনিধি ছাত্র। প্রথম পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা পরিবেশন করেন প্রসেনজিৎ চৌধুরী।

প্রথম পর্বে হাইলাকান্দি ও লালা কেন্দ্র থেকে অষ্টম ও নবম শ্রেণীতে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে উত্তরীয়, মানপত্র তথা মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। তাছাড়া অষ্টম শ্রেণীর অন্যান্য অংশগ্রহণকারী ছাত্রছাত্রী যারা খুবই কম নম্বরের জন্য মেধা তালিকায় স্থান করতে পারেনি তাদেরকেও মানপত্র ও উপহার দিয়ে উৎসাহিত করা হয়। প্রথম পর্বের পুরস্কার বিতরণী পর্বে স্কুল এর অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল এর উপাধ্যক্ষ চিন্ময় দত্ত, রিম্পি চক্রবর্তী, জুয়েল দাস, কনকাঞ্জলী শর্মা, বর্ণালী পাল ও ইশা দেব রায়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪.৩০ মিনিট থেকে।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা পরিবেশন করেন অঞ্জন কুমার সাহা। দ্বিতীয় পর্বে হাইলাকান্দি ও লালা কেন্দ্র থেকে অংশগ্রহণকারী দশম শ্রেণীর পুরস্কার বিজয়ী ও অন্যান্য মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. তীর্থঙ্কর চক্রবর্তী, সূর্য্যশিখা দাস মজুমদার, কিষাণ কাহার, শুভম শর্মা মজুমদার ও অনন্যা দাস। তাছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে শুভাশিষ চৌধুরী, মহাশ্বেতা দেব ও তুহিনা পাল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। দু’টি পর্বেই পাওয়ারপয়েন্ট প্রোজেক্টারের মাধ্যমে প্রিসাইন্সিয়া কোচিং সেন্টার ও প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল এর ছাত্রছাত্রীদের গত ১০ বছরের বিভিন্ন নজরকাড়া সাফল্য, কার্য্যসূচী তথা স্কুলের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক সতরে ভর্তি হবার পদ্ধতিসমূহ নিয়ে বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ চিন্ময় দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা তথা ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা পরিবেশন করেন প্রিসাইন্সিয়া স্কুল এর ম্যানেজিং ডিরেক্টর তথা দিবাকর ট্রাস্ট এর কোষাধ্যক্ষ ড. অভিজিৎ মিত্র।

অনুষ্ঠান পরিচালনায় স্কুলের অশিক্ষক কর্মচারীবৃন্দদের মধ্যে যথাসম্ভব সহযোগিতা করেন পার্থ সারথী দে, বিশাল দেব রায়, শংকর দাস ও আবুল কালাম চৌধুরী। ছাত্র-ছাত্রীদের মধ্যে সহযোগিতা করেন প্রিয়ম মিশ্র, মানসী চক্রবর্তী, মাহি পাল, রুদ্রজিৎ দাস, ঐতিহ্য কল্যান, আদিত্য চৌধুরী, সিদ্ধার্থ পাল, আমিন রসুল বড়ভূইয়া ও সুজ্যোতি কর। গত বছরের ন্যায় মেধাবী ৪.০ পরীক্ষায় কাটলিছড়া কেন্দ্র থেকে পুরস্কার বিজয়ী তথা অংশগ্রহণকারী মেধাবী ছাত্রছাত্রীদের আগামী এপ্রিল মাসে কাটলিছড়াস্থিত চালমার্স মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত তৃতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন দিবাকর ট্রাস্ট কর্তৃপক্ষ।