বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক পরিমলের
বরাক তরঙ্গ, ১০ জুলাই : কাছাড় জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যে। বুধবার জেলাশাসকের কনফারেন্স হলে জেলার অন্তর্গত বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সাংসদ এনএইচআইডিসিএল, এনএইচএআই, রেলওয়ে, ফুড করপোরেশন, সেন্ট্রেল পিডব্লুউডি, ওএনজিসি, অল ইন্ডিয়া রেডিও সহ অন্যান্য আরও কেন্দ্রীয় সরকারের বিভাগের আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। সাংসদ বিশেষ করে জেলা ন্যাশনাল হাইওয়ে অন্তর্গত সড়কের দ্রুত গতিতে সংস্কারের জন্য নির্দেশ দেন।
এদিনের কাছাড় জেলাশাসক রোহনকুমার ঝা, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলার অতিরিক্ত জেলাশাসক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।