সাংসদ অমৃতপালের সঙ্গে দেখা করতে ডিব্রুগড়ে মা-বাবা
বরাক তরঙ্গ, ৮ জুন : ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বন্দি থেকেও পঞ্জাব থেকে সাংসদ হয়েছেন খালিস্তান সমর্থক অমৃতপাল সিং এবং এবার তার পরিবারের লোকেরা তার মুক্তির দাবি আরও জোরালো করেছেন। শনিবার অমৃতপালের মা-বাবা নির্বাচন কমিশনের তরফে পাওয়া শংসাপত্র নিয়ে সঙ্গে দেখা করতে অসমে আসেন। তারা কারাগার চত্বরে থাকা পুলিশ কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তারা বলেন, ‘তাকে জনগণ সাংসদ বানিয়েছেন, এবার সরকারকেও তাকে মুক্তি দিতে হবে।’
গতবছর ফেব্রুয়ারি মাসে অমৃত পাল সিং এবং তার ৯ সহযোগীকে জাতীয় সুরক্ষা আইনের অধীনে গ্রেফতার করেছিল পঞ্জাবের পুলিশ। এরপর সবাইকে নিয়ে আসা হয় অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে। এবছর অমৃতপাল সিংয়ের কক্ষে উদ্ধার হয় বেশ কিছু অত্যাধুনিক গেজেট। যেদিন পুলিশ সেগুলো উদ্ধার করেছিল সেদিন থেকেই খালিস্থান সমর্থক জঙ্গিরা আমরণ অনশন শুরু করে যা প্রায় তিন সপ্তাহ চলে। অনুষ্ঠানের শেষে অমৃতপাল জানিয়েছিল হয়তো আগামীতে নির্বাচনের প্রতিযোগিতা করবে। নির্বাচন ঘোষণা হওয়ার পর সেই আলোচনা চলতে থাকে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে একেবারে শেষ মুহূর্তে এসে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের লোকেদের সাহায্যে জেলে বসেই নির্বাচনে মনোনয়নপত্র পেশ করে অমৃতপাল।

শনিবার সকালে পঞ্জাব থেকে বিমানে ডিব্রুগড় এসে পৌঁছান অমৃত পাল সিংয়ের মা বাবা। তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন তার স্ত্রী কিরণদীপ কৌর। তিনি ৪ জুন থেকেই অসমে রয়েছেন এবং তার স্বামীকে সাহস যুগিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, আইনজীবীরা অমৃত সিং এর জামিনের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন এবং তারা লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, ‘সরকার আমাদের প্রতি অন্যায় করেছে এবং জোর খাটিয়ে আমার স্বামীকে জেলে বন্দি করে রাখা হয়েছে, তাও আবার এক অন্য রাজ্যে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং এবার আমার স্বামী সাংসদ হওয়ায় আমাদের লড়াই আরেকটু সহজ হবে। তবে আমরা আইনত তাকে নির্দোষ প্রমাণ করব এবং তিনি বাড়ি ফিরবেন।’