পণ্ডিত দীনদয়াল আদর্শ কলেজের অধ্যক্ষার বিরুদ্ধে পড়ুয়াদের প্রতিবাদ, সড়ক অবরোধ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : জেলার অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পণ্ডিত দীনদয়াল আদর্শ কলেজের নানাবিধ পরিকাঠামোগত ত্রুটি ও শৈক্ষিক অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নামলেন পড়ুয়ারা। প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী চেরাগী এলাকার অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বুধবার ঘটনায় মুহূর্তে যান চলাচল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং সড়কের দু’পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

পড়ুয়াদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও কলেজের বুনিয়াদি পরিষেবাগুলির বেহাল দশা।শৌচালয় থাকলেও নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা অধিকাংশ বাথরুম অস্বাস্থ্যকর ও ব্যবহার অনুপযোগী একাংশ শ্রেণীকক্ষে নেই সিলিং ফ্যান, ফলে গরমে দুর্ভোগে ছাত্রছাত্রীরা পানীয় জলও অযোগ্য বলে দাবি পড়ুয়াদের অভিযোগ আরও, প্রতিষ্ঠার পর থেকে কলেজে প্রায় কোনও সাংস্কৃতিক বা শিক্ষামূলক অনুষ্ঠান হয়নি। এমনকি সম্প্রতি দেশের ৭৯তম স্বাধীনতা দিবসেও কেবল পতাকা উত্তোলন করেই শেষ হয় দিনটির কার্যক্রম। পড়ুয়াদের দাবি, এভাবে সরকারি অর্থ ব্যয় হলেও শিক্ষা পরিবেশের উন্নতি হয়নি, বরং প্রতিনিয়ত অবনতি ঘটছে। অভিযুক্ত হিসেবে কলেজের অধ্যক্ষা জয়শ্রী চক্রবর্তীর নাম উঠেছে।

পড়ুয়াদের অভিযোগ, অধ্যক্ষার স্বেচ্ছাচারিতা ও অনিয়মে শিক্ষা পরিবেশ একেবারে তলানিতে ঠেকেছে। তাঁদের আরও অভিযোগ, অতীতে প্রতিবাদ করলে অধ্যক্ষা নানা ভাবে সতর্কবার্তা দিয়ে ছাত্রছাত্রীদের কণ্ঠরোধের চেষ্টা করেছেন। আজকের বিক্ষোভ সেই দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ।পড়ুয়ারা স্লোগান দিতে থাকেন অনিয়ম চলবে না, দুর্নীতি রুখতে হবে, অধ্যক্ষাকে অপসারণ করো! তাদের কণ্ঠে আকাশ পাতাল কেঁপে ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি এবং বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তাঁরা ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় বসেন। অবশেষে প্রায় এক ঘণ্টা পর ছাত্রছাত্রীরা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন।

পড়ুয়াদের এই বিক্ষোভ শুধু চেরাগী নয়, সমগ্র জেলায় আলোড়ন তুলেছে। অভিভাবক মহলও মনে করছেন, ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি পূরণে প্রশাসন ও শিক্ষা দপ্তরের দ্রুত হস্তক্ষেপ জরুরি। কারণ, উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে যারা কলেজে পা রাখছে, তারা যদি ন্যূনতম পরিষেবা থেকেও বঞ্চিত হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়বে। তবে উপযুক্ত অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষা জয়শ্রী চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Spread the News
error: Content is protected !!