মাদক সহ দুই ব্যক্তি আটক পাঁচগ্রাম পুলিশের

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : পাঁচগ্রামের গ্যামন সেতুর কাছ থেকে মাদক সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে পাঁচগ্রাম পুলিশ অভিযানে নেমে এএস ১১ এফ ৫৬৯০ নম্বরের একটি স্কুটি গ্যামন সেতুর কাছে তল্লাশি চালিয়ে দশটি সাবান কেসে ১১১ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

অভিযানে আলগাপুর পুলিশ ও বিএসএফের জওয়ানরা ছিলেন। পুলিশ দু’জনকে গ্রেফতার করে। ধৃতরা হল কালীনগর অষ্টম খণ্ডের কামিম উদ্দিন ও আলগাপুরের কুরিয়াবস্তির ফারুক আহমেদ লস্কর।

মাদক সহ দুই ব্যক্তি আটক পাঁচগ্রাম পুলিশের

Author

Spread the News