পাঁচগ্রাম ডলিডহরগ্রান্টেে বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো কিশোরী

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : হৃদয়বিদারক ঘটনা ঘটল পাঁচগ্রাম জানকিবাজার এলাকার ডলিডহরগ্রান্টে। বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোরী। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, সার্ভিস লাইনের সংস্পর্শে এসে প্রাণ হারালো রুহালা বেগম নামে বছর ১৩ এর কিশোরী। বাড়ির লোকদের বয়ান মতে, এক বছর আগে রুহালাদের ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিভাগ। কিন্তু বিচ্ছিন্ন করে শুধু মিটার থেকে। এলটি লাইন থেকে মিটার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল। সেটা কারও জানা ছিল না। দিন দিন লাইনটি একেবারে মাটির কাছে চলে আসে। জিআই লাইনে বিদ্যুৎ থাকার দরুন অকালে কিশোরী প্রাণ হারায়। গ্রামের লোকরা বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেন। বিভাগীয় কর্মীদের গাফিলতির জন্যই কিশোরীর মৃত্যু ঘটে। তাঁরা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি জানিয়ে মৃতদেহ উঠান থেকে তুলে নিতে দেননি পুলিশকে। এ ঘটনার খবর পেয়ে পৌঁছেন সার্কল অফিসার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা। এছাড়া ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও। এ ঘটনায় চাপা উত্তেজনা দেখা দেয়। সরেজমিনে এসডিই আসার দাবি জানান। ছবি news24 Barak থেকে নেওয়া।

Spread the News
error: Content is protected !!