জড়েরবাজার এফইউএএ মেমোরিয়াল স্কুলে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : জড়েরবাজার ফখরুদ্দিন আলি আহমদ মেমোরিয়াল স্কুলে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয় স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। রবিবার স্কুল পরিচালন কমিটির সভাপতি আইনজীবী আবুল হাসনাত চৌধুরীর পৌরহিত্যে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক বিলাল আহমেদ চৌধুরী সহ শিক্ষক-শিক্ষিকারা সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ সহ পঞ্চায়েত প্রতিনিধিদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কার্বিআংলং জেলার বোকাজানের ধর্মীয় গুরু অমরেশ নাথ, পরিবেশবিদ ড° শ্যামল প্রসাদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন চৌধুরী, ইদ্রিস আলী, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, আইনজীবী মুহসিন আলম, মাওলানা আব্দুল ওয়ারিস, আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হান্নান প্রমুখ। পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সদস্যা নিলুফা ইয়াসমিনের প্রতিনিধি বদরুল হক, মালেগড় ব্লক সভানেত্রীর প্রতিনিধি এনাম উদ্দিন ও উপ সভাপতি হোসেন আহমেদ, লাতু সজপুর গাও পঞ্চায়েতের সভানেত্রী স্নিগ্ধা দাস ও আঞ্চলিক পঞ্চায়েত তাজুল ইসলাম, সুতারকান্দি পুরাহুড়িয়া গ্রাম পঞ্চায়েত সভাপতি ইসফাক আহমেদ চৌধুরী ও আঞ্চলিক পঞ্চায়েত শুভম নমশূদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য ও সদস্যারা। তাঁরা সকলেই স্কুলের সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকা নুরজাহান বেগমের পরিচালনায় ছাত্র-ছাত্রীরা নৃত্য প্রদর্শন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনিরা আফরুজ চৌধুরী, সাবানা বেগম, শাকিরা বেগম, রুবিনা বেগম, সাংবাদিক সুদীপ দাস ও মাহমুদ হাসান চৌধুরী প্রমুখ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Spread the News
error: Content is protected !!