পঞ্চায়েত নির্বাচন : হাইলাকান্দিতে নিষেধাজ্ঞা জারি
লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ_____
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুসারে জেলায় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আওতায় প্রশাসনের অনুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, র্যালি, জনসভা নির্বাচনী প্রচারসভা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমতি নিলেও রাত দশটার পর কোনও সভা করা যাবে না। পাশাপাশি জেলায় কোন মেলার আয়োজন করা যাবে না।
নির্বাচনী প্রচার অভিযানে রাষ্ট্রবিরোধী কোন ভাষণ অথবা বিদ্বেষ ছড়াতে পারে এমন কোন ভাষণ, স্লোগান বাজি ইত্যাদি দেওয়া যাবে না। কোন ব্যানার পোস্টার ওয়াল রাইটিং ইত্যাদিতে আপত্তিজনক কোন মন্তব্য যা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করতে পারে অথবা ধর্মীয় কিংবা ভাষিক বিদ্বেষ ছড়াতে পারে তা প্রচার করা যাবে না। কোন ব্যক্তি বিশেষ অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দান গ্রহণ করা যাবে না।

এছাড়া এই নিষেধাজ্ঞায় লাইসেন্স প্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র অবিলম্বে নিকটবর্তী পুলিশ থানায় জমা দিতে বলা হয়েছে।