পঞ্চায়েত নির্বাচন : সভা মাইকিং র‍্যালির অনুমতি সার্কল অফিস থেকে নিতে নির্দেশ হাইলাকান্দিতে

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের সভা,মাইকিং র‍্যালি ইত্যাদির জন্য অনুমতি সংশ্লিষ্ট সার্কল অফিস থেকে নিতে বলা হয়েছে।

শুক্রবার হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির কর্মকর্তা দের নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় একথা জানান এডিসি লাইরহলু খেনতে। সভায় অংশ নিয়ে মডেল কোড অব কন্ডাক্ট সেল এর ইনচার্জ এডিসি অমিত পারবোসা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিবের ২০২৫ সালের ৬ জানুয়ারি তারিখে ইস্যু করা মডেল কোড অফ কন্ডাক্ট অনুসারে আসন্ন পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে। এই মডেল কোড অফ কন্ডাক্ট ভারতীয় নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট এর এনএক্সআর ওয়ান এর ৫,৬,১১ এবং ১৬. অনুযায়ী সুষ্ঠ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে। ওয়েবসাইট থেকে এই কোড অব কন্ডাক্ট ডাউনলোড করতে সভায় রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদেরকে পরামর্শ দেওয়া হয়।

পঞ্চায়েত নির্বাচন : সভা মাইকিং র‍্যালির অনুমতি সার্কল অফিস থেকে নিতে নির্দেশ হাইলাকান্দিতে

এছাড়া সভায় রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদেরকে নির্বাচনী ব্যয়ের হিসাব রাখার বিষয়টি সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়। সবাই জানানো হয় যে জেলা পরিষদ সদস্য নির্বাচনের জন্য প্রার্থীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য আড়াই লক্ষ এবং পঞ্চায়েত সদস্যের জন্য ২৫ হাজার টাকা সর্বোচ্চ খরচ করা যাবে।

Spread the News
error: Content is protected !!