বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে পালন গান-নাই উৎসব
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : পৌপেই চাপরিয়াক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের’ উদ্যোগে স্থানীয় বঙ্গভবনে রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে গান-নাই (GAAN-NGAI) উৎসব ২০২৪এর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ, গুণীজন সংবর্ধনা ও স্মরণিকা উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, পরম্পরাগত বাদ্যযন্ত্র বাদন, নৃত ও সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন এদতঞ্চলের বিভিন্ন শিল্পীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাউন্সিলের সদস্যরা জানান, রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় ও পরম্পরাগত উৎসব হলো গান-নাই উৎসব। প্রতিবছরের ডিসেম্বর মাসে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন রংমাই নাগা সম্প্রদায়ের জনগণ। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যাতে উৎসবকে আগিমীতে এগিয়ে নেওয়ার পাশাপাশি সম্প্রদায়ের পর্মপরাকে আঁকড়ে ধরে রাখে তার জন্যই এধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল উদ্দেশ্য।
এদিন বরাক উপত্যকা সহ অন্যান্য এলাকার বিভিন্ন ভাষা-জনগোষ্ঠীর মানুষ উপস্থিত থেকে উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কাউন্সিলের কর্মকর্তারা।