১৫ শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের

৮ মে : ভারতের ১৫ শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের (India Foils Pakistan Escalation Bid)! রুখে দিল ভারত (India)। টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, ভাটিন্ডা, আদমপুর, লুধিয়ায়ানা, অবন্তীপোরা, জম্মু, জলন্ধর, অমৃতসর, কপুরতলা, নাল, ফলোরি, উত্তরলই, ভুজ। কাল রাতে হামলার চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

হামলার আঁচ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা। রাশিয়া থেকে কেনা এস-৪০০ অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। Integrated Counter UAS Grid এবং Air Defence System-এ জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

১৫ শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের
Spread the News
error: Content is protected !!