পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর শুরু, পাক অধিকৃত কাশ্মীরে ৯টি স্থানে হামলা, খতম ৮০ জঙ্গি

৭ মে : পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছেবেছে হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অপারেশন চালাল ভারত। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস। দুর্মুষ করে দিল সন্ত্রাসবাদীদের আস্তানা। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে লস্কর-হিজবুল-জইশের ঘাঁটিতে ভারত করল এয়ারস্ট্রাইক।

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরই এক্স হ্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, খতম ৮০ জঙ্গি।

ধ্বংস করা হল জঙ্গিদের হেড কোয়ার্টার। এই ঘটনার পর স্পাইসজেট সহ অন্যান্য বিমান সংস্থাগুলি বেশ কয়েকটি বিমানবন্দরের জন্য একটি নতুন ফ্লাইট অ্যাডভাইজরি জারি করেছে।

এদিকে, ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে নেয় পাকিস্তান। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে লাহৌর-শিয়ালকোট বিমানবন্দর। পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে এমার্জেন্সি।

পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর শুরু, পাক অধিকৃত কাশ্মীরে ৯টি স্থানে হামলা, খতম ৮০ জঙ্গি
Spread the News
error: Content is protected !!