অসমের তিনজনকে পদ্মশ্রী পুরস্কার

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার রাজ্যের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৩ সালের জন্য পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে। রাজ্যের পদ্মশ্রী প্রাপ্তরা হলেন যথাক্রমে তাঁতি হেমপ্রভা চুতিয়া, মুখোশ শিল্পী হেম চন্দ্র গোস্বামী এবং সমাজকর্মী রামকুইওয়াংবে জেন। “এটি অসমের সম্মান, এটি অসমের কারিগরদের সম্মান,” পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তিনজনেরই এমন মন্তব্য।  

হস্ততাঁত কলে চারটি ধর্মীয় বই  বুননের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। হেমপ্রভা চুতিয়া কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্মানজনক পুরস্কার পেয়ে আনন্দিত। মরাণের ফটিকসোয়া অভয়পুর গ্রামের হেমপ্রভা চুতিয়ার বাড়িতে আনন্দের বন্যা বইছে। চুতিয়ার বাড়িতে শুভানুধ্যায়ীদের স্রোত।

পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের রামকুয়াইংবে জেন। ডিমা হাসাও জেলার লোদি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষাধিকারিক তথা বিশিষ্ট সমাজকর্মী ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যাক্তিত্ব এবং হেরেক্কা ধর্মকে সংরক্ষণ ও রক্ষা করার ক্ষেত্রে আজীবন কাজ করে যাওয়া উত্তর পূর্বাঞ্চল তথা অসমের অন্যতম পাহাড়ি জেলা হাফলং শহরের লোদী গ্রামের বাসিন্দা তিনি।

উল্লেখ্য, ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় বিভিন্ন ক্যাটাগরিতে ১০৯ জনকে পদ্মবিভূষন, পদ্মভূষন এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এরমধ্যে পদ্মবিভূষনের জন্য ৬ জন, পদ্মভূষনের জন্য ৯ জন এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য ৯১ জনকে মনোনীত করা হয়েছে।

Author

Spread the News