প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

২০ জুলাই : রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মূলত পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে রবিবার পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪, এবং বাকি দুটির মাত্রা ছিল ৬.৭। এই ভূমিকম্পগুলো পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে ঘটে। এর আগে একই এলাকায় ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্পও অনুভূত হয়। জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড নিশ্চিত করেছে যে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!