বিদায়ী সংবর্ধনা নবোদয় শিক্ষক দেবর্ষি দাসকে
বরাক তরঙ্গ, ১ জুলাই : হাইলাকান্দি জেলা সহ রাজ্যের বিভিন্ন নবোদয় স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকা রাজর্ষি দাস সোমবার অবসরে গেলেন। তিনি শ্রীভূমির হরিনগর পিএম-শ্রী বিদ্যালয় জওহর নবোদয় বিদ্যালয় থেকে অবসর নেন। এমর্মে স্কুল প্রাঙ্গনে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক দেবর্ষি দাসের অবসর উপলক্ষে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইংরেজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনের পর এদিন তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন। এদিনের বিদায়ী সংবর্ধনা সভায় সহকর্মী ও ছাত্র ছাত্রীরা তাকে মানপত্র, উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান। সবাই তাঁর সুস্থ, সুন্দর ও আনন্দময় অবসরজীবন কামনা করেন।

বিদায়ী সংবর্ধনা অনু্ঠানে উপস্থিত ছিলেন নবোদয় বিদ্যালয়, হরিনগরের অধ্যক্ষ যোগেশ কুমার, মনীন্দ্র সিংহ, দেবশ্রী দেব, সুরজিৎ মিতেই, রনবীর পাল, আনোয়ার হোসেন বড়ভূইয়া, নূরজাহান বেগম, সারদা দেবী, রাজীব চক্রবর্তী, প্রভাকর দে, বিশ্বজিৎ কুমার, নয়ন দাস, মৌমিতা দাস প্রমুখ।
প্রসঙ্গত দেবর্ষি দাস তাঁর কর্মজীবনে বহু শিক্ষা প্রতিষ্ঠানে অসামান্য অবদান রেখেছেন। নবোদয়ে চাকরির আগে তিনি গুয়াহাটি বর্ষাপাড়ার সাউথ পয়েন্ট স্কুল এবং শিলচরের সাউথ পয়েন্ট স্কুলে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ কলেজ (চাঁদখিরা), নিলামবাজার হেমাঙ্গিনী দে জুনিয়র কলেজ ও শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে।

নবোদয় পরিবারে তিনি যোগ দিয়ে তিনি চিরাং, হাইলাকান্দি, মেদিনীপুর এবং শ্রীভূমির জওহার নবোদয় বিদ্যালয়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর পাণ্ডিত্য, নেতৃত্বগুণ এবং মানবিক আচরণ শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন।
এ দিন বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মী, বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা একত্রিত হয়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণা এবং শুভেচ্ছা বক্তব্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।