মায়ানমারে গৃহযুদ্ধে সাময়িক বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের

৩০ মার্চ : ভূমিকম্পে তছনছ মায়ানমার। সে দেশের তথ্য, এখনও পর্যন্ত ১৬৪৪ জনের মৃত্যু হয়েছে। বহুমানুষ আহত, নিখোঁজ বহু। চলাছে উদ্ধারকার্য। এই পরিস্থিতিতে উদ্ধারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেখানে গৃহযুদ্ধে সাময়িক বিরতি ঘোষণা করেছে সরকার বিরোধী পক্ষ। গত কয়েকবছর ধরেই পিপল্‌স ডিফেন্স ফোর্স সে দেশের জুন্টার সরকারের বিরোধীতায় সরব। দেশের বহু জায়গা সরকার বিরোধীদের দখলে চলে গিয়েছে গত কয়েকবছরে। কিন্তু ভূমিকম্পে তছনছ সেসব এলাকায় যাতে উদ্ধারকার্য, কিংবা ত্রাণ সামগ্রী পৌঁছনোয় কোনও সমস্যা না নয়, সেদিক নজর রেখেই, পিডিএফ ৩০ মার্চ অর্থাৎ রবিবার থেকে দু’ সপ্তাহের জন্য সামরিক অভিযান বন্ধ রাখবে।

শুক্রবার সকালে মায়ানমারে পরপর ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। তথ্য, ভুমিকম্পের পর অন্তত ১৫বার আফটার শক অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে।

মায়ানমারে গৃহযুদ্ধে সাময়িক বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Spread the News
error: Content is protected !!