সরকা‌রি কা‌জের দুর্নী‌তি নি‌য়ে নীরব বি‌রোধী দলগু‌লো, আ‌ক্ষেপ আমসার

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : রা‌জ্যের তথা বরাক উপত্যকায় চলমান নানা সরকা‌রি কা‌জের পাহাড় প্রমান দুর্নী‌তি নি‌য়ে মু‌খে রা কাঁড়‌ছেন না বি‌রোধী দ‌লের নেতারা। ফ‌লে দি‌নের পর দিন সরকা‌রি প্রায় প্রতি‌টি বিভা‌গে দেদার ভা‌বে সংঘ‌টিত হ‌চ্ছে নানা দুর্নীতি। বছ‌রের পর বছর ধ‌রে এগু‌লো নি‌য়ে বি‌রোধী দ‌লের কাউ‌কে ‌তেমন সরব হ‌তে দেখা না গে‌লেও তা‌দের একাংশ আবার বস‌ন্তের কো‌কি‌লের মত শুধু নির্বাচন সাম‌নে আসলেই গেল গেল রব তোল‌তে দেখা যায়। এ‌তে ক‌রে বিরোধী রাজনৈতিক দলগুলোর গ্রহন‌যৌগ‌্যতা দি‌নের পর দিন তলা‌নি‌তে ঠেক‌ছে।আর সব‌দি‌কে চু‌টি‌য়ে চল‌ছে নানা দুর্নী‌তি। এক সাংবা‌দিক স‌ম্মেলন ডে‌কে এমনই আ‌ক্ষেপ ব্যক্ত করলেন অল-আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আমসা)এর কর্মকর্তারা।

শ‌নিবার পাথারকা‌ন্দির প‌হেলামু‌লিৎস্থিত সংগঠ‌নের অস্থায়ী কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সাংবা‌দিক স‌ম্মেল‌নে তারা বলেন, ভোট আসলেই বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন ঠিক সেইভাবে তারা য‌দি প্রতি‌টি মুহু‌র্ত্বে বি‌শেষ ক‌রে পঞ্চায়েত রা‌জের সরকা‌রি কা‌জের দুর্নীতির বিরুদ্ধে সরব হতেন তাহলে দুর্নীতি অনেকাংশই হ্রাস করা সম্ভব হত।লাগাম টানা যেত দুর্নী‌তিগ্রস্থ সরকা‌রি কর্মী আমলা‌দের।নানা ঘাত প্রতিঘা‌তের ম‌ধ্যে দি‌য়ে পাঞ্চায়েত রা‌জের দুর্নীতির বিরুদ্ধে শুরু থে‌কেই অল অসম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সংগঠনের তরফ থেকে বেশ কয়েকটি আরটিআই আবেদন করা হয়েছে। যারা কিছুটার তথ‌্য সরকা‌রি ভা‌বে হা‌তে আস‌লেও বা‌কিগু‌লো নি‌য়ে টাল বাহানা চল‌ছে।এ‌তেও পিছু হঠ‌ছে না আমসা।সম‌য়ে সম‌য়ে আমসার কর্মীরা গুয়াহা‌টির আর‌টিআই সদর কার্যালয়ে উপস্থিত হ‌য়ে ত‌থ্যের দা‌বি‌তে সরব হ‌চ্ছেন।এ‌তে স্বাভা‌বিক ভা‌বে অ‌নেকটা সংযত হ‌য়ে‌ছেন দুর্নী‌তি‌তে লিপ্ত সরকা‌রি কর্মীরা। এই আ‌ন্দোলন‌কে সুদুর প্রসা‌রি কর‌তে আমসার কর্মকর্তারা প্রত্যেক বি‌রোধী দ‌লের স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

এদি‌নের সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছিলেন অল-আসাম মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপতি মওলানা ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কারি আরিফ উদ্দিন, করিমগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হোসেন প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News