খুলে পড়ল স্পাইসজেট বিমানের চাকা
১২ সেপ্টেম্বর : আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার পর ফের বিপত্তি। আজ গুজরাতের কান্ডলা বিমানবন্দর থেকে ওড়ার সময় স্পাইসজেটের একটি বোম্বার্ডিয়ার Q400 বিমানের বাইরের চাকা খুলে যায়। ৭৫ জন যাত্রী নিয়ে বিমানটি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। টেকঅফের শুরুতেই বিপত্তি ধরা পড়লেও বিমান যাত্রা অব্যাহত থাকে। পরে সেটি নিরাপদে অবতরণ করে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় কোনও দুর্ঘটনা এড়ানো গেছে।