একের পর এক সমস্যা, রাগে শোরুমেই আগুন ধরিয়ে দেয় যুবক

১২ সেপ্টেম্বর : স্কুটার কিনেছিলেন, ইলেকট্রিক স্কুটার। সেটি বিগড়ে যেতেই বারবার যোগাযোগ করেছিলেন সংস্থার শোরুমে। কিন্তু তাতে নাকি ঢের দেরি করছিল সংস্থা। কোনও সমাধান হয়নি সমস্যার। সেখানেই রাগ। ক্ষুব্ধ গ্রাহক ওলার গোটা শোরুমেই আগুন ধরিয়ে দিয়েছেন। তেমনটাই জানা গিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।

ঘটনাস্থল কর্ণাটক। ওলার ইলেকট্রিক স্কুটার কিনেছিলেন এক ব্যক্তি। নাম মহম্মদ নাদিম, বয়স ২৬। ২৮ আগস্ট তিনি একটি ইলেকট্রিক স্কুটার কেনেন। কিন্তু তারপর থেকেই ক্রমাগত নানা সমস্যা দেখা দিতে থাকে।

জানা যাচ্ছে, ওই স্কুটার কিনতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করেছেন তিনি। মাত্র কয়েকদিনেই সমস্যার মুখে পড়ে গ্রাহক ক্রমাগত যোগাযোগ শুরু করেন সংস্থার সঙ্গে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

সূত্রের খবর, ১০ সেপ্টেম্বর পেট্রোল কিনে তিনি গোটা শোরুমে আগুন ধরিয়ে দেন। জানা গিয়েছে, সেই সময় শোরুম বন্ধ থাকায় বড় কোনও ক্ষতি হয়নি, হতাহতের খবর পাওয়া যায়নি। ৬টি স্কুটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে, প্রায় সাড়ে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে এতে। ঘটনায় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে জানা যায় নাদিমের ঘটনা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

একের পর এক সমস্যা, রাগে শোরুমেই আগুন ধরিয়ে দেয় যুবক
একের পর এক সমস্যা, রাগে শোরুমেই আগুন ধরিয়ে দেয় যুবক

Author

Spread the News