একদিনে ৫৬ ফিলিস্তিনি নিহত, মোট সাড়ে ৫১ হাজারের মৃত্যু

২৭ এপ্রিল : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ২১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আহত হওয়া ১০৮ জন ফিলিস্তিনিকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাতের শুরু থেকে আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে। ধ্বংসস্তূপের নিচে এবং উন্মুক্ত রাস্তায় এখনো অনেক মানুষ আটকে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের অবিরাম আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেই গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

একদিনে ৫৬ ফিলিস্তিনি নিহত, মোট সাড়ে ৫১ হাজারের মৃত্যু

Author

Spread the News