বদরপুরঘাটে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল বদরপুর পুলিশ। সোমবার বদরপুরঘাটে বদরপুর থানার ওসি দলবল নিয়ে ঘাট এক অভিযান চালান। এএস ১১ এএ ৫৯৫৬ নম্বরের একটি ছোট বাহনে শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে বদরপুর পুলিশ। সঙ্গে কাটিগড়া এলাকার দিলোয়ার হুসেইন চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

