ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার এক
২৭ জানুয়ারি : ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার করা হল এক যুবককে। ১৯৭৩ সাল থেকে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন চালু রয়েছে মধ্যপ্রদেশে। এই প্রথম তা প্রয়োগ করা হল। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার (জ়োন ২) সঞ্জয় আগরওয়াল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমপি নগর থানায় একটি অভিযোগ জানান এক ব্যক্তি। সেখানে তিনি জানান, ভোপালের বোর্ড অফিস সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ভিক্ষা চাইছেন এক ভিক্ষুক। অভিযোগকারী জানিয়েছেন, ভিক্ষুককে যখন জিজ্ঞেস করা হয়, কেন তিনি ভিক্ষা করছেন। অন্য কোনও কাজ করার পরামর্শ দেন। উত্তরে ভিক্ষুকটি লোকটি জানান, তিনি কেবল ভিক্ষা করেই বেঁচে থাকেন এবং উপার্জনের অন্য কোনও উপায় জানেন না। এর পরেই ওই ভিক্ষুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর পরেই মধ্যপ্রদেশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ডেপুটি কমিশনার সঞ্জয় জানিয়েছেন, ভিক্ষাবৃত্তি প্রতিরোধে পুলিশ যথেষ্ট তৎপর। অনেক সময় অভিযোগ আসে, এমন কেউ কেউ সিগন্যালে দাঁড়ানো গাড়ির সামনে হাত পাতছেন, যাঁদের ‘দেখে ভিক্ষুক বলে মনে হয় না’। এই ধরনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে পুলিশ।
খবর : আজকাল ডট ইন।
![ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার এক ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার এক](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17373182435837250371391372738891-1024x652.jpg)
![ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার এক ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার এক](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_1728758916870492283125771061445-1024x364.jpg)