বিশ্ব প্রতিবন্ধী দিবসে সমগ্র শিক্ষা মিশনের ‘প্রেরণা পুরস্কার’ প্রদান হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : তিন দিবসীয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করল হাইলাকান্দি সমগ্র শিক্ষা মিশন। মঙ্গলবার জেলা সদরের ইন্দ্র কুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। এদিন জেলার দুই জন দিব্যাঙ্গ ছাত্রকে ‘প্রেরণা’ পুরস্কার প্রদান করা হয়।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার তিনটি শিক্ষা খণ্ডের সমগ্র শিক্ষা মিশনের আইই বিভাগ গত ১ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচী বাস্তবায়ন করেন।এর মধ্যে স্বাস্থ্য শিবির,বসে আঁকো প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রেরণা পুরষ্কার এবছর ইলিমেন্টেরি স্তরে হাইলাকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত নারাইনপুর এমভি স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহিনুল ইসলাম মজুমদার এবং সেকেণ্ডারী স্তরে লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত এন থৈবা সিংহকে পুরস্কৃত করা হয়। পুরষ্কার হিসেবে তাদের ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত, ইন্দ্রকুমারী হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দীপক চক্রবর্তী, ডিপিও কমলেশ জীবন শর্মা, দিব্যাঙ্গ জনের সংস্থা সক্ষম এর সভাপতি শংকর চৌধুরী, আর পি সাহিদুল্লা লস্কর,বাহারুল ইসলাম লস্কর প্রমুখ।
এদিন সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মুখ্য অতিথি তাপস দত্ত, ডিপিও কমলেশ জীবন শর্মা, শংকর চৌধুরী এবং দিব্যাঙ্গ ছাত্র মাহিনুল ইসলাম মজুমদার।পাশাপাশি দুইটি স্কুলের গাইড শিক্ষক দের ও পুরষ্কৃত করা হয়। এছাড়াও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কৃত করা হয় পৃথক ভাবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়।