স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রা লক্ষীবাজার- গান্ধাই মণ্ডল বিজেপির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে লাতুতে রবিবার সকালটি রঙিন হয়ে উঠেছিল তেরঙ্গার ঢেউয়ে। লক্ষীবাজার-গান্ধাই মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রায় হাতে জাতীয় পতাকা অংশ নেন প্রায় তিন শতাধিক দলীয় কর্মী। মণ্ডল সভাপতি নিরুপম দেবের নেতৃত্বে লাতু বাসস্ট্যান্ড থেকে সূচনা হয়।

পথে পথে দেশাত্মবোধক স্লোগান— “ভারত মাতা কি জয়”, “বন্দে মাতরম”— আর জাতীয় গানের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্কুলের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। তেরঙ্গার রঙে রঙিন হয়ে ওঠে লাতুর প্রতিটি রাস্তা ও মোড়।

যাত্রাপথে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের পটভূমি মালেগড় শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর যাত্রা পুনরায় লাতু বাসস্ট্যান্ডে ফিরে এসে সমাপ্তি ঘটে।

শেষে মণ্ডল সভাপতি নিরুপম দেব বলেন— “এই যাত্রার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে দেশপ্রেম জাগানো এবং স্বাধীনতা সংগ্রামের শহিদদের স্মরণ করা। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।” তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে মণ্ডল বিজেপি আরও নানান কর্মসূচি হাতে নিয়েছে।

Spread the News
error: Content is protected !!