স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কাঁঠাল রোডে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : বৃহস্পতিবার চন্দ্রপুর বন্দে শিববাড়ি কমিটি ও ক্যানপি কেয়ার সংস্থার যৌথ উদ্যোগে চন্দ্র পুর, বুধুরাইল কাঁঠাল রোড এবং বাইপাসের দুই পাশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যসূচি পালিত হয়। স্বাধীনতার ৭৯তম প্রাক মুহূর্তে এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান। বন্দে শিবাড়ি কমিটির সভাপতি উত্তম সিনহা বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এই কর্মসূচিতে হিন্দু-মুসলমানসহ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ, নারী এবং স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন। তারা মিলে রাস্তা ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন। আশা করি, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।” কমিটির সম্পাদক ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিধান লস্কর বলেন, “পরিবেশ রক্ষার ক্ষেত্রে মানবজাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি যেকোনো ধর্ম বা বর্ণের হোক, সবাই এই কাজে অংশ নিতে পারে। আমি আনন্দিত যে স্কুল পড়ুয়ারা সহ এত মানুষ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এটি যুব সমাজকে পরিবেশ সচেতন করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন রিঙ্কু লস্কর, প্রবীর সিনহা, দেবমালা দাস, রানা সিনহা, বিভা দাস প্রমুখেরা। তারা সকলে হাতে হাতে গাছের চারা নিয়ে রাস্তার দুপাশে লাগিয়েছেন, যার মাধ্যমে কেবল পরিবেশকে সুস্থ রাখাই নয়, পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। কর্মসূচি চলাকালীন সময়ে উপস্থিত নাগরিকরা উদ্যোগকে উদারভাবে স্বাগত জানান এবং জানান, এমন কার্যক্রম শহরের যুব সমাজ ও স্কুল পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

Spread the News
error: Content is protected !!