স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন পাথারকান্দি সমজেলায়

স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন পাথারকান্দি সমজেলায়

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : উৎসবমুখর পরিবেশে এবং নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পাথারকান্দি সমজেলাতেও পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। সরকারি নির্ধারিত সূচি অনুযায়ী, সমজেলা প্রশাসন ও স্থানীয় সার্কল প্রশাসনের যৌথ উদ্যোগে দিনভর অনুষ্ঠিত হয় দেশপ্রেমময় নানা আয়োজন।

এদিন সকাল ৬টা ৩০ মিনিটে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রভাতফেরি বের হয়। অংশগ্রহণ করেন বহু ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ। দেশাত্মবোধক গান ও স্লোগানে মুখরিত হয় গোটা শহর।

সকাল ৮টায় সরকারি অফিস প্রাঙ্গণে গর্বের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ঠিক ৮টা ৪০ মিনিটে, পাথারকান্দি থানার সামনে মহাত্মা গান্ধীর মূর্তিতে ও পেট্রোল পাম্প চত্বরের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন পাথারকান্দি সমজেলায়

প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল ৯টায় পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে। সমজেলা আয়ুক্ত অমৃতপ্রভা দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। ব্যান্ড দলের সুমধুর সঙ্গীতে তখন বাজতে থাকে জাতীয় সঙ্গীত, যা উপস্থিত সবার মনে জাগিয়ে তোলে গভীর দেশপ্রেম।

পতাকা উত্তোলনের পর শুরু হয় বর্ণাঢ্য প্যারেড। এতে অংশ নেয় আসাম পুলিশের ব্যাটেলিয়ন, এনসিসি ক্যাডার এবং শহরের একাধিক স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সুশৃঙ্খল পদক্ষেপ, ব্যান্ডের তালে তালে তাদের মার্চপাস্টে মুগ্ধ হয় দর্শকরা।

এরপর মঞ্চে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ধামাইল, ঝুমুর, মণিপুরি এবং বিভিন্ন আদিবাসী নৃত্যের সুর-তালে মাতোয়ারা হয়ে ওঠে পুরো মাঠ। শিশু থেকে প্রবীণ—সবাই মেতে ওঠে উৎসবের আবহে।

স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন পাথারকান্দি সমজেলায়

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখাদের সম্মাননা জানানো হয়। শিক্ষাক্ষেত্র, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সেবামূলক কাজের জন্য পুরস্কার ও সম্মানপত্র প্রদান করেন সমজেলা আয়ুক্ত অমৃতপ্রভা দাস। তাঁর সঙ্গে ছিলেন সার্কল অফিসার বলিন বাবা বালারি, সহযোগী আধিকারিক অধিতি নুনিসা, পাথারকান্দি বিডিও অজয় কার্কী ছেত্রী ও লোয়ারপোয়া বিডিও যুগান্ত কোঁওর, এবং উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

Spread the News
error: Content is protected !!