নেতাজির জন্মদিবসে নানা অনুষ্ঠান গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

নেতাজির জন্মদিবসে নানা অনুষ্ঠান গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান। ২৩ জানুয়ারি দুপুর সাড়ে এগারোটায়  নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন নীলিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে বেশ কয়েকটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন বাপী রায়, গায়ত্রী ঘোষ ও অনিতা বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে আজাদহিন্দ বাহিনীর অবদান, সহস্র সহস্র নেতাজি ভক্তদের আত্মবলিদান, তথা স্বাধীনতার পর দেশভাগের বলি বাঙালি জাতির বিরম্বনা এবং দুরাবস্থা ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন যথাক্রমে সাধারণ সম্পাদক অশোককুমার দেব, উপসভাপতি সুকল্পা দত্ত, হরিদাস দত্ত, পীযূষকান্তি চক্রবর্তী, প্রবীরকুমার রায়চৌধুরী, প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস, আইনজীবী সুবীর দাস, অমিত নাগ, অতনু চৌধুরী, বাহার আহমেদ চৌধুরী প্রমুখ। বক্তারা নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা এবং পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করায় কেন্দ্র সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

নেতাজির জন্মদিবসে নানা অনুষ্ঠান গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের উপদেষ্টা নীহাররঞ্জন পাল, চন্দনা দে, সত্যজিৎ গুপ্ত, তরুণ দত্ত মজুমদার, সুগোত পাল, অভিজিৎ ভৌমিক, লাকী শুক্লবৈদ্য, রাজনন্দিনী দাস সহ অনেকেই। গান্ধী বাগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হয় গান্ধী শান্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সবশেষে সভাপতি নিলীমা ভট্টাচার্যের বক্তব্য এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

Spread the News