মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে

বরাক তরঙ্গ, ২ জুলাই : বুধবার ১৬তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবী জননেতা বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলো বিজেপি। এদিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত স্মৃতিচারণ সভায় উপস্থিত দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন বিভিন্ন বক্তা প্রয়াত বিধায়কের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন উল্লেখনীয় কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। 

এদিন বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলেন শিলচর তথা বরাক উপত্যকার জনগণের কল্যাণে বিমলাংশু রায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে গেছেন। উল্লেখ্য ২০০৯ সালের ২ জুলাই কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি বিমলবাবুর। কলকাতার আমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকষ্মিক মৃত্যু হয় তাঁর। পরে উনার মরদেহ শিলচরে নিয়ে আসার পর ঐতিহাসিক শোক মিছিল বের হয়। আজও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন এবং আম জনতার নিকট তিনি আজ জননেতা হিসাবে আখ্যায়িত। এখানে উল্লেখ করা যায় সেদিনের শোক মিছিল শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সদরঘাট, বার লাইব্রেরি, শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম, রাধামাধব কলেজ হয়ে উনার রাধামাধব রোডের বাড়ি ছুঁয়ে শিলচর শ্মশানঘাটে গিয়ে শেষ হয় এবং মানুষ তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন। আজ ১৬ বছর পরও বিজেপির বহু পুরানো নেতা কর্মীকে প্রয়াত বিমলাংশু রায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। বিমলবাবুর স্মরণ সভায় ছিল উপচে পড়া ভিড় এবং এতে বিমলবাবুর একসময়ের অনেক ছায়াসঙ্গীদেরকে দেখা যায়। j

মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বরিষ্ঠ বিজেপি নেতা শশাঙ্কশেখর ধর, বাসুদেব শর্মা, বীরেশ চন্দ্র ব্যানার্জি ও পুলক দাস, জেলা যুবমোর্চার সভাপতি অমিতেষ চক্রবর্তী সহ ছিলেন প্রয়াত বিধায়ক বিমলাংশু রায়ের সহধর্মিণী বাণী রায় ও জৈষ্ঠ্য পুত্র শিলচরের প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়।

মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে

Author

Spread the News