২ নভেম্বর বদরপুর আল হিরা স্কুলে আন্তঃস্কুল যোগা প্রতিযোগিতা খোঁজের
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বরাক উপত্যকার অগ্রণী সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন “খোঁজ” শিলচরের উদ্যোগে বদরপুর আল হিরা ন্যাশন্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ব্যবস্থাপনায় ও ভারতীয় যোগ অ্যাসোসিয়েশনের সমর্থনে আগামী ২ নভেম্বর আন্তঃস্কুল যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বদরপুর আল-হিরা স্কুল ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যে কোনও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাকের বিশিষ্ট চিকিৎসক তথা খোঁজের সভাপতি ডাঃ এম মাসুম, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক অফিসার কল্যাণকুমার চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক তথা নিরাময়ের চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচার্য, ভারতীয় যোগা অ্যাসোসিয়েশনের উত্তরপূর্ব ভারতের জোনাল কো-অর্ডিনেটর শতাক্ষী ভট্টাচার্য, সমাজকর্মী সজল লস্কর, হকির জাতীয় খেলোয়াড় তাহেরা লস্কর সহ অন্যান্যরা।
এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন রাহুল চক্রবর্তী, তপন চেতিয়া, তানিয়া শ্যাম, শুভঙ্কর সাহা। এতে ছয় থেকে আট বছর, নয় থেকে এগারো বছর ও ১২ থেকে ১৫ বছরের প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিজন প্রতিযোগীকে সার্টিফিকেট ও বিজয়ীদের পুরস্কৃত করবে খোঁজ শিলচর। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকরা ৭০০৫৭৪৪৩২২ এই নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে খোঁজের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন খোঁজের সম্পাদক সজল লস্কর।