১৮ নভেম্বর চরকিশাহ বাবা মোকাম প্রাঙ্গনে মহফিলে নুর, আসছেন আশরাফি

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মহফিলে নুর আয়োজন করছে হজরত পীর চরকীশাহ বাবা মোকাম ডেভলাপমেন্ট ট্রাস্ট ও মোহাম্মদিয়া ইয়ুথ কমিটি। আগামী ১৮ নভেম্বর শনিবার রাত ৮টা থেকে শুরু হবে মহফিলে নুর। মহফিলে আসছেন মুম্বাই থেকে সনামধন্য নাত খা সালমান রেজা আশরাফি।

এ ছাড়া উপস্থিত থেকে নাত ও হামদ পরিবেশন করবেন দুই বিশিষ্ট নাত খা ভাগা বাজারের হাসান আহমদ তালুকদার ও শিলচরের কাশিম রেজা কাদরি।

সৈদপুর চতুর্থ খণ্ডে হজরত পীর চরকিশাহ বাবা মোকাম জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে মহফিলে নুর।

Spread the News
error: Content is protected !!