বর্ষবরণের রাতে বড়াইল ভিউয়ে অশ্লীল নৃত্য, প্রতিবাদে উত্তাল

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত ৩১ ডিসেম্বর গোটা শহর যেখানে ছিল আনন্দে মাতোয়ারা ঠিক তখনই শিলচরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান বড়াইল ভিউ রিজেন্সিতে বর্ষবরণের নামে চলছিল মহিলার অশ্লীল নৃত্য। এর প্রতিবাদ দেখা যায় সামাজিক মাধ্যমে। বৃহস্পতিবার প্রকাশ্যে প্রতিবাদ জানাতে বেরিয়ে আসেন শহরের সচেতন নাগরিকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এদিন সন্ধ্যায় বিভিন্ন এনজিওর সদস্য, বজরং দল ও সাংস্কৃতিক কর্মীরা গান্ধীবাগের সামনে সমবেত হয়ে এরপর মিছিল করে অদূরে হোটেলের সামনে। বিক্ষোভ কার্যসূচীকে ঘিরে হোটেলের গেটের সামনে আগে থেকেই তৈরি ছিল পুলিশ।

বিক্ষোভকারীরা পৌঁছার আগেই বন্ধ করে দেওয়া হয় হোটেলের গেট। গেটের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন শুরু হলে একাংশ উত্তেজিত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার জন্য ঠেলা ধাক্কা শুরু করেন। এরমধ্যে একাংশ লোক শুরু করেন হোটেল লক্ষ্য করে পাথর ছুঁড়তে। কয়েকজন আবার ডানপাশের দেওয়াল টপকে ভেতরে গিয়ে ভাঙচুর চালাতে শুরু করেন।

বর্ষবরণের রাতে বড়াইল ভিউয়ে অশ্লীল নৃত্য, প্রতিবাদে উত্তাল

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশসুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। আগামীতে এধরনের আয়োজন থেকে বিরত থাকার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলন স্থল ত্যাগ করেন। জানা যায়, হোটেলের দুই ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

বর্ষবরণের রাতে বড়াইল ভিউয়ে অশ্লীল নৃত্য, প্রতিবাদে উত্তাল
Spread the News
error: Content is protected !!