১২ জুলাই বরাকের বিশিষ্ট সাতজন সাংবাদিককে সংবর্ধনা দিচ্ছে খোঁজ

বরাক তরঙ্গ, ১০ জুলাই : বরাক উপত্যকার বিশিষ্ট সাতজন সাংবাদিককে ‘ক্ষীতিশকুমার চক্রবর্তী ও স্নেহলতা চক্রবর্তী’ স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান করছে ‘খোঁজ’ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। আগামী ১২ জুলাই শনিবার স্থানীয় গোপালগঞ্জ মুন্সি কমপ্লেক্সে ডাঃ এম মাসুমের চেম্বারে দুপুর ১-১০ মিনিটে সম্মাননা সভার আয়োজন করা হবে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত, এমসিডি কলেজ উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর, সোনাই ওয়ার্ড কমিশনার দিপু কুমার,  সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, বরাক উপত্যকা ক্রীড়া সংস্থার কেন্দ্রিয় কমিটির সভাপতি রতন দেব, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, আল-হিরা সিনিওর হায়ার সেকেন্ডারি স্কুলের মনসুর আলম।

সংবর্ধনা দেওয়া হবে দৈনিক বার্তালিপির বাণী কর্মকার, দৈনিক সাময়িক প্রসঙ্গের আবুল হায়াত রাজু, দৈনিক নববার্তার শিবাজী ধর,
দৈনিক যুগশঙ্খের নুরুল হুদা লস্কর,
দৈনিক যুগশঙ্খের (শ্রীভূমি) অরূপ কুমার রায়, দৈনিক গতির পরমা ব্যানার্জি ও ডিএস নিউজ অসমের জাকির হুসেন লস্কর। খোঁজের সম্পাদক সজল লস্কর বলেন, সাংবাদিকতাক্ষেত্রে যাঁদের অবদান অনস্বীকার্য তাঁদের সম্মানিত করার ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছে খোঁজ।

Author

Spread the News