স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস পালন করল বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল অফিস আদালতের কর্মকর্তারা।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ : ৭৯তম মর্যাদাপূর্ণ স্বাধীনতা দিবস উদযাপন করেছে অত্যন্ত উৎসাহ ও গৌরবের সঙ্গে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। চিরুকান্দি বিশফুটির জ্ঞানজ্যতি মাল্টিপারপাস পাবলিক স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগ পালন করা হয় স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। আয়োজকদের উভয় পক্ষের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ দিনের প্রারম্ভিক বক্তব্য রাখেন। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলা, ক্রীড়া, গান প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সাম-রেস, চকলেট-রেস, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানশিক্ষিকা শিপ্রা গুপ্ত, জয়দীপ শর্মা, রঘুবীর সিংহ, প্রিয়া দাস ও লিপি দাস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিয়া দাস, লিপি দাস, সুভ্রা দাস ও সিপন দাস। ক্লাব ভ্যালি ভিউ-এর সদস্য মিনারা লস্কর, পুষ্পাবতী রায় ও প্রকল্প চেয়ারম্যান সুবীর দে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রত্যেক বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। ভ্যালি ভিউ-এর সম্পাদক অনুপ রায় স্বাধীনতা আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে উপস্থিতদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। গাইডিং লায়ন সঞ্জীব রায় ও প্রধান শিক্ষিকা শিপ্রা গুপ্ত সকলকে ধন্যবাদ জানান।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

কেশব শোভা কুটি বিদ্যা মন্দির :  প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল গ্ৰামের কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরে সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হয়।এদিন বিদ্যা মন্দিরের প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের অধ্যক্ষা কানন দাসচৌধুরী।পরবর্তী সময়ে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা দেশাত্মবোধক সঙ্গীত -নৃত্য-নাটক পরিবেশন সহ প্রতিযোগিতামূলক খেলাধূলার মধ্যে দিয়ে দিবস উদযাপন করেন। বক্তব্যে অধ্যক্ষা কানন দাস চৌধুরী বলেন, আমরা গর্বের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সাহস এবং আত্মত্যাগকে স্মরণ করি, যারা একটি স্বাধীন দেশে বসবাসের জন্য সংগ্রাম করেছিলেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন অঙ্কিত চৌধুরী, বিনয় দেব, পরিমল দাস, অনামিকা দাসচৌধুরী, সুদীপ্তা চৌধুরী, প্রিয়ঙ্কা দাস, সীমরন সাহা, সোনালী দাস, অনামিকা দাস, মুনমুন বিশ্বাস, রুমি কলিতা প্রমুখ।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

করিমগঞ্জ জেলা আমসু : আছিমগঞ্জস্থিত আমসু কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্বাধীনতা সংগ্রামী বির যোদ্ধাদের আত্মার চিরশান্তি কামনা করে আমসু কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আছিমগঞ্জ এলাকার বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে কলম বিতরণ করা হয়। এ নিয়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি সাদিক আখতার বলেন, মুখ্যমন্ত্রীর আগ্নেয়াস্ত্রয়ের বিপরীতে আমসুর সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশে গোটা রাজ্যে কলম বিতরণ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের কার্যসূচিতে অংশগ্রহণ করেন আমসুর কর্মীরা।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

শিলচর বন বিভাগ : সমগ্র ভারত বর্ষের সঙ্গে  সংগতি রেখে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছার জেলা পরিবহন বিভাগ, জলসম্পদ বিভাগ, কৃষি বিভাগ, বন বিভাগ, ডেভেলপমেন্ট অথরিটি সহ আরো অন্যান্য অফিস প্রাঙ্গনে আনন্দ ও উল্লাসের সহিত ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হয়।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

বুরুঙ্গা ইন্ডাস্ট্রি ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশন : ৭৯তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি তথা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অসম সরকারের সচিব এফআর লস্কর। এ দিন অ্যাসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের ফিতা কেটে  উদ্বোধন করেন বুরুঙ্গা ইন্ডাস্ট্রি ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুবল সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইন ব্লকের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী জমিলা বেগম, প্রাক্তন পঞ্চায়েত সভাপতি তথা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কৃষ্ণদাস সিনহা, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত রাজেন্দ্র সিনহা, উপদেষ্টা সুশীল কুমার সিনহা, বিজেপি দলের রাজ্য এসসি মোর্চার সহ-সভাপতি অমলেন্দু দাস, যশবন্ত সিনহা, হিরেশ দেব প্রমুখ।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

রামনগরে স্বাধীনতা দিবস মা মেডিকোসের স্বাস্থ্য শিবির : শিলচর রামনগর স্থিত মা মেডিকোসের ব্যবস্থাপনায় ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু ও স্নায়ু রোগের বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার প্রায় শতাধিক বিভিন্ন বয়সের রোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মা মেডিকোসের কর্তৃপক্ষ। শিবিরে চিকিৎসা করেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ সাচুই রংমাই, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মীনা মজুমদার ও ডাঃ ইমরান বাহার মাঝারভূইয়া। উপস্থিত ছিলেন আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূইয়া, সমাজকর্মী আনোয়ার হুসেন বড়ভূইয়া, বেদব্রত রায়।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি : নানান কর্মসূচির মধ্য দিয়ে শিলচর সোনাই রোডে থাকা লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র ৭৯তম স্বাধীনতা দিবস পালন করে। কেন্দ্রের কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির সভাপতি সাজানূল হক বড়ভূইয়া। বক্তব্যে নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর এইচ ধরেন্দ্র সিংহ বক্তব্য রাখেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক গুড্ডু কুমার সিং, জায়েদ লস্কর, বাপ্পা চৌধুরী,তপজ্যোতি সেন,জামান মাঝারভূইয়া,বারুয়া দেববর্মা, জেমস চড়াই প্রমুখ।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশন : যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস পালন করল ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশন। তাদের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক দেবাশিস নাথ। পরবর্তী সময়ে সারাদিন ব্যাপী আবাসিক কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের মধ্যে ক্যারাম, দাবা, চেয়ার খেলা প্রতিযোগিতা প্রভৃতি খেলার আয়োজন করা হয় এবং সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিগত তিন দিন ধরে নেশামুক্ত থাকা জন্য মনোবল বিকাশের লক্ষ্যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার সুনীতা বেহেনজি দুই ঘণ্টা ধ্যান ও ধর্মীয় আলোচনা চালিয়ে গিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল চন্দ, বিপ্লব পাল, বিকি নাগ, প্রণব পাল, সেন্টার ইনচার্জ নন্দন ভট্টাচার্য্য, পৃথীশ নাথ, রিঙ্কু নাথ, তপন দেব প্রমুখ।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

সোনাইয়ে সম্মাননা প্রদান বিজেপি : ৩০ জন অবসরপ্রাপ্ত বীর সেনানীদের সম্মাননা প্রদান করল বিজেপি। শুক্রবার সোনাই ও রামনগর মণ্ডল বিজেপির অধীন বীর সেনানীদের বাড়ি বাড়ি গিয়ে উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। রাজ্য বিজেপির কাউন্সিলের সদস্য ভজন সেনের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাই যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস, অবসরপ্রাপ্ত সেনা বুদ্ধচন্দ্র সিনহা, দলের সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা রুকন চৌধুরী। সংবর্ধিত ৩০ সেনানীদের মধ্যে ছিলেন প্রাক্তন ক্যাপ্টেন, ফ্লাইট লেফটেন্ট, প্রাক্তন ছুবেদার, প্রাক্তন মেজর। এদের মধ্যে কয়েকজন সেনা জওয়ান বাংলা এবং কার্গিল যুদ্ধে সামিল ছিলেন।

স্বাধীনতা দিবসে বরাকজুড়ে দিনভর নানা কর্মসূচি বিভিন্ন সংগঠনের

খাগড়াবাজার জিপি কার্যালয় : কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সভানেত্রী ভানসনজন চরেই। পতাকা উত্তোলনের পর সভানেত্রী, সহ-সভাপতি সুদীপ মালাকার এবং অন্যান্য বক্তারা উপস্থিত জনতার উদ্দেশ্যে স্বাধীনতার তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব নিয়ে প্রেরণামূলক বক্তব্য রাখেন। এক অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সংবর্ধনা জানানো হয় এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, হেডম্যান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। তাদের সম্মানে প্রদত্ত এই সংবর্ধনা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী মান চরেই, গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য শাহানাজ হোসেন, মণিচাঁদ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত দাস, বীরেশ মালাকার, জন্টু দাস, নেইবুম মানিক হালাম, মনভানলাল ত্রিপুরা, স্যামুয়েল হালাম, আব্দুল নুর প্রমুখ।

Spread the News
error: Content is protected !!