৮ ও ৯ ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ আশ্রমে মহোৎসব, জোরদার প্রস্তুতি
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম জন্মবার্ষিকী এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার ৪৭তম বর্ষপূর্তি যথাযোগ্য ভক্তি ও উৎসাহের সঙ্গে উদযাপিত হবে ৮ ও ৯ ফেব্রুয়ারি তথা শনিবার ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে। বুধবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করে উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস বলেন, মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই দুই দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সমবেত প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি সকাল ১০-৩০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হবে এবং একটি শোভাযাত্রাও বের করা হবে। সকাল ১১টা থেকে প্রসাদ বিতরণ (আনন্দ বাজার) শুরু হবে। বিকেল ৪ টা ৪৫ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল ও দীপ চ্যাটার্জি পারফর্ম করবেন।সংবাদ সম্মেলনে মানবেন্দ্র সরকার, হরিপদ রায়, আশিস ভট্টাচার্য, আশিস আচার্য, আশিস দাস সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটি সকল ভক্তকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং সফল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ উদযাপনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। উৎসব কমিটির উপস্থিত সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা জাতি-বর্ণ-নির্বিশেষে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।
![৮ ও ৯ ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ আশ্রমে মহোৎসব, জোরদার প্রস্তুতি ৮ ও ৯ ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ আশ্রমে মহোৎসব, জোরদার প্রস্তুতি](https://baraktaranga.com/wp-content/uploads/2025/02/photogrid_17373182435833188806437939787750-1024x652.jpg)
![৮ ও ৯ ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ আশ্রমে মহোৎসব, জোরদার প্রস্তুতি ৮ ও ৯ ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ আশ্রমে মহোৎসব, জোরদার প্রস্তুতি](https://baraktaranga.com/wp-content/uploads/2025/02/photogrid_17287589168705846674905987373292-1024x364.jpg)