৮ ডিসেম্বর শ্রীভূমি জেলাতে শিশুদের পোলিও ড্রপ খাওয়াতে স্বাস্থ্য বিভাগের আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শ্রীভূমি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ,  সাব-ন্যাশনাল ইমিউনাইজেশন ডে বা এস এনআইডি এর অধীনে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের পোলিও থেকে রক্ষা করতে ৮ ডিসেম্বর, রবিবার শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হবে। এই উদ্যোগের লক্ষ্য হল জেলার ২,০৮,২৬৪  শিশুকে পোলিও থেকে রক্ষার জন্য ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি এর দুটি ফোঁটা দেওয়া নিশ্চিত করা। ক্যাম্পেইনটি ৮ ডিসেম্বর বুথ স্তরের কার্যক্রম দিয়ে শুরু হবে এবং ৯ ও ১০ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের সনাক্ত করা ও ড্রপ খাওয়ানো হবে। এই উদ্যোগে ৯২৬টি সাধারণ বুথ, ২০টি ট্রানজিট বুথ এবং ৯টি মোবাইল বুথ শ্রীভূমি জুড়ে স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত টিকাদান কর্মী, তত্ত্বাবধায়ক এবং স্বেচ্ছাসেবকদের একটি দল পুরো কার্যক্রমটি পরিচালনা করবে। এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং অভিভাবকদের ৮ ডিসেম্বর নিকটস্থ বুথে তাঁদের শিশুদের নিয়ে আসার এবং বাড়ি বাড়ি টিকাদান কার্যক্রমের সময় স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

ডাঃ নাইডিং বলেন, ওরাল পোলিও ভ্যাকসিনের দুটি ফোঁটা শিশুদের এই ভয়ানক রোগ থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো শিশুই যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করা সকলের সম্মিলিত দায়িত্ব।এই ক্যাম্পেইনটি ২০১৪ সালে  ভারতকে পোলিও মুক্ত রাখার জন্য অব্যাহত প্রচেষ্টার অংশ। সকল বাসিন্দাকে এই উদ্যোগে সমর্থন জানাতে এবং শূন্য থেকে ৫ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Author

Spread the News