রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল করিমকে বিশেষ সংবর্ধনা রাজ্যপালের পক্ষে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শ্রীভূমি জেলার শিক্ষা অঙ্গনে আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল ইতিহাস।জেলার জেলা আয়ুক্ত প্রদীপকুমার দিবেদী রাজ্যপালের পক্ষ থেকে জেলার কৃতী শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল করিমকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
রাজ্যপালের পক্ষ থেকে এই প্রদত্ত এই সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীভূমি জেলা আয়ুক্তে প্রদীপ কুমার দ্বীবেদি সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুর শিক্ষা খণ্ডের বিইইও লিপিকা সিনহা। তাঁরা শুক্রবার সরাসরি দেওরাইলের ৯২ নম্বর মক্তবের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল করিমের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে ফুলের তোড়া ও রাজ্যপালের শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
আব্দুল করিম তাঁর সারাজীবন শিক্ষার প্রসারে অবিচলভাবে কাজ করে গেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানই করেননি, বরং সমাজে শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিয়ে অসংখ্য ছাত্রছাত্রীর জীবনকে সুগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর অক্লান্ত শ্রম ও নিবেদনের স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন, যা শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, গোটা করিমগঞ্জ জেলার গৌরব।
এমর্মে প্রাপ্ত খবরে জানা যায় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ছিল এক আবেগঘন মুহূর্ত। তাঁকে সংবর্ধনা প্রদান করে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দিবেদী তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষক সমাজের প্রকৃত আলোকবর্তিকা। আব্দুল করিম সাহেবের মতো ব্যক্তিত্বরা প্রমাণ করেছেন, নিষ্ঠা ও অধ্যবসায় দিয়ে সমাজকে পরিবর্তন করা সম্ভব। আজ তাঁকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।এছাড়াও বদরপুর শিক্ষা খণ্ডের বিইইও লিপিকা সিনহা বলেছেন আব্দুল করিমের জীবন ও কর্ম শিক্ষকদের কাছে এক অনন্য প্রেরণার উৎস। আমরা চাই নতুন প্রজন্মের শিক্ষকরা তাঁর আদর্শ অনুসরণ করুন।
অসংখ্য শুভকামনা রইলো বরাক তরঙ্গ পরিবারের পক্ষ থেকেও এই বরেণ্য শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত প্রেরণার জন্য। জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষকদের মর্যাদা আরও সুদৃঢ় করবে।