কর্ণমধু সেক্টরে রাষ্ট্রীয় পোষণ মাস পালন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২  সেপ্টেম্বর : দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রজেক্টের অধীন কর্ণমধু সেক্টরের সুপারভাইজার শিখা পালের ব্যবস্থাপনায় এবং কর্মীদের সহযোগিতায় সপ্তম রাষ্ট্রীয় পোষণ  মাস ২০২৪ এর এক জাঁকজমক পূর্ণ সচেতনতা শিবির এওলা বাড়ি চা-বাগানের নাচ ঘরে অনুষ্ঠিত হয় রবিবার। এতদিন প্রথমে সকাল ৯ টা সুপারভাইজার শিখা পালের নেতৃত্বে কর্ণমধু সেক্টরের অধীন সকল অঙ্গনওয়াড়ি, হেল্পার, এনএম, আশা কর্মী, সহ বাগান এলাকার জনগণকে নিয়ে সরকারের পোষণ মাসের বার্তা ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গোটা বাগান এলাকা পরিক্রমা করে পুনরায় সবাইকে নিয়ে নাচ ঘরে এসে উপস্থিত হন। তারপর সবাই মিলে নাচ ঘর চত্বর এলাকা সহ বাগানের আশপাশ এলাকায় প্রচুর বৃক্ষরোপণ করেন।

এরপর এওলাবাড়ি বাগানের নাচঘর প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পৌরহিত্য করেন সুপারভাইজার শিখা পাল। তিনি প্রথমে উপস্থিত সবাইকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে সপ্তম রাষ্ট্রীয় পোষন মাস ২০২৪ এর সূচনা করেন। তারপর সভায় সুপারভাইজার সাহিদা বেগম চৌধুরী ও শিখা পাল সহ উপস্থিত অতিথিদেরকে গামচা ও মোমেন্টো উপহার দিয়ে বরণ করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাগানি নাট্যকার দল। তারপর মঞ্চে নাটক, যোগাসন, নাচ -গান, মনিটরিং, দেশাত্মবোধক গান ইত্যাদি বিভিন্ন দলের পক্ষ থেকে পরিবেশন করে আসরকে মাতিয়ে তোলা হয় এবং সেগুলি উপস্থিত অতিথি সহ দর্শকরা মিলে আনন্দ উপভোগের মাধ্যমে পরখ  করে উপস্থাপন কারীদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করেন। তারপরে সভায় সুপারভাইজার শিখা পাল উপস্থিত সবাইকে আর্ট অ্যান্ড ক্রাফট এর মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করে  ছয়টি টিমস যথাক্রমে এনিমা, গ্রোউথ মনিটরিং, কমপ্লিমেন্টারি ফিডিং, পোষণ ভাই পোষণ ভাই, একপেড মা নাম, টেকনোলজি ফর গভর্নেন্স সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেন।

কর্ণমধু সেক্টরে রাষ্ট্রীয় পোষণ মাস পালন

তিনি এ সভায় শিশু ও মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পুষ্টি জাতীয় উপাদান নিয়ে বিশদভাবে আলোচনা করার পাশাপশি তিনি  শিশু ও মায়দের স্বাস্থ্য সেবা  উন্নতির জন্য  অঙ্গনওয়াড়ি ও হেল্পারদের গ্রামের প্রতিটি শিশু ও মায়েরা যাতে পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রেখে  দেশের প্রধানমন্ত্রীর ২০১৮ সালের ৮ই মার্চ এই পোষন অভিযান চালু করাকে স্বার্থক করে তুলতে সবার প্রতি বিনম্র আহবান জানান। 

কর্ণমধু সেক্টরে রাষ্ট্রীয় পোষণ মাস পালন
কর্ণমধু সেক্টরে রাষ্ট্রীয় পোষণ মাস পালন
Spread the News
error: Content is protected !!