নার্সিং হল মহান মানবসেবা : অধ্যক্ষ শরিফা বেগম

আসাম ইনস্টিটিউট অব নার্সিঙের শপথগ্রহণ অনুষ্ঠান____
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : শিলচর মেহেরপুর আসাম ইনস্টিটিউট অব নার্সিঙের ৬তম ব্যাচের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন করে মানবসেবার জন্য শপথগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি শিলচর বিএসি নার্সিং কলেজের অধ্যক্ষ শরিফা বেগম শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। বলেন, মানবসেবা মানুষের জন্য সর্বাগ্রে। তিনি বলেন, যে নার্সিং কেবল একটি পড়াশোনা নয় বরং অবশ্যই একটি মহান মানবসেবা। আমাদের সর্বদা এই সেবার প্রতি সংকল্প গ্রহণের জন্য কাজ করা উচিত।
ইনস্টিটিউটের এমডি মবজিল হোসেন বড়ভূইয়া বলেন, যখন প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে করা হয়, তখন তা একটি সংকল্প। আমরা বিশ্বাস করি আমাদের নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রকৃত মানবসেবার প্রতি নিবেদিত থাকবে।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে আসাম ইনস্টিটিউট অব নার্সিং এর উপাধ্যক্ষ সুমিয়ারা বেগম লস্কর বলেন, আমরা সর্বদা মানবসেবাকে সর্বাগ্রে রেখে আমাদের পেশাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নার্সরা স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের অধ্যক্ষ, বিএসি নার্সিং কলেজের ৩ জন সহকারী অধ্যক্ষ। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর অধ্যক্ষ লালরেম্পুই ফানাই। শিফা ফার্মেসি ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাঃ পৌলমী পাল। অনুষ্ঠান পরিচালনা করেন ইয়াহিয়া মজুমদার।