চিফ সেক্রেটারি ও ডিরেক্টর অফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন কাছে স্মারকপত্র প্রদান নাগরিক সমন্বয় মঞ্চের
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর এর পক্ষ থেকে অসম সরকারের চিফ সেক্রেটারি ও ডিরেক্টর অফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন কাছে ই-মেইল যোগে দু’টি পৃথক স্মারকপত্র প্রদান করে অন্যায়ভাবে বর্দ্ধিত পুরকর অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। মঞ্চের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুব কুমার সাহা এর স্বাক্ষরিত স্মারকপত্রে উভয় আধিকারিকের নিকট শিলচর শহরের বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরা হয়। স্মারকপত্রে বলা হয় যে শিলচর শহরের নাগরিক বর্তমানে পুর পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। গোটা শহরের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, ফুটপাত , নালা নর্দমা ইত্যাদি সংস্কারের অভাবে জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরসভা নাগরিকদের কাছ থেকে জলকর সংগ্রহ করে অথচ দিনে দু’বার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারে না। একটি শহরের নূন্যতম পরিকাঠামো যেমন পার্ক, প্রেক্ষাগৃহ, পার্কিং প্লেইসইত্যাদি প্রায় কিছুই নেই। এই অবস্থায় গত ২০২০ সালের পর থেকে পৌ্ুরসভা প্রতিনিধিত্বহীন অবস্থায় পড়ে রয়েছে। সারা রাজ্যে ২০২২ সালে পুর নির্বাচন অনুষ্ঠিত হলেও শিলচর পুরসভার নির্বাচন পুর নিগমে উন্নীত করার অজুহাত দেখিয়ে আটকে রাখা হয়েছে।

স্মারকপত্রে এও উল্লেখ করা হয় যে শিলচর পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক পুর আইনের ৬৮, ৬৯ ও ৭৫ নং ধারা উলঙ্ঘন করে পুর কর বৃদ্ধি করেছেন। পুর আইনের উল্লেখিত ধারায় রয়েছে যে একমাত্র নির্বাচিত পুরবোর্ড বা নিগম পুরকর বৃদ্ধি করতে পারে। পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক কোনোভাবেই পুর কর বৃদ্ধির করতে পারেন না। অথচ শিলচর পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক প্রায় ২৭৮ টি ক্ষেত্রের কর বৃদ্ধি করেছেন। এমনকি পানীয় জলের কর নজীরবিহীনভাবে প্রায় তিনগুণ বৃদ্ধি করেছেন যা সম্ভবত দেশের কোনো পুরসভা কর্তৃক জলকর বৃদ্ধির সর্বোচ্চ হার। স্মারকপত্রে এও বলা হয় যে পুর নাগরিকদের পক্ষ থেকে শহরের রাস্তাঘাট নির্মাণ, উন্নত জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, দিনে দুবেলা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা এবং বর্দ্ধিত জল, পুরকর ইত্যাদি প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এরপরও পুরসভা নাগরিকদের সাথে কোন ধরনের আলোচনায় পর্যন্ত বসতে চাইছে না। তাই মঞ্চের পক্ষ থেকে অসমের মুখ্য সচিব ও ডিরেক্টর অফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি জানানো হয় যে অবিলম্বে নাগরিকদের উন্নত পুর পরিষেবা প্রদান সহ অন্যায়ভাবে বর্দ্ধিত পুরকর সম্পূর্ণ প্রত্যাহারের ক্ষেত্রে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন।

Author

Spread the News