দক্ষিণ করিমগঞ্জকে ‘পাকিস্তানি’ বলে মন্তব্য, বিজয়ের কুশপুতুল পুড়ালো এনএসইউআই

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : দক্ষিণ করিমগঞ্জকে ‘পাকিস্তানি’ বলে অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় এনএসইউআই।
সোমবার দক্ষিণ করিমগঞ্জে NSUI কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিজয় মালাকারের কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করে।

দক্ষিণ করিমগঞ্জ ভারতের অংশ—এই সত্য কেউ বদলাতে পারবে না।এনএসইউআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এভাবে অপমান করলে তারা চুপ থাকব না, জবাব আসবে রাস্তাঘাট থেকেই।

দক্ষিণ করিমগঞ্জকে ‘পাকিস্তানি’ বলে মন্তব্য, বিজয়ের কুশপুতুল পুড়ালো এনএসইউআই

এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনএসইউআই করিমগঞ্জ জেলা সহ-সভাপতি জয় প্রকাশ দাস ও সাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন খালেদ হোসেন, আমান উদ্দিন, সালাক আহমেদ, গুলজার হুসেন, আব্দুল্লাহ আল মামুন, ফাহিম আহমেদ এবং আরও অনেকে।

Spread the News
error: Content is protected !!