জিরিবামে ‘অপারেশন তালাশ’ এ গ্রেফতার NSCN (NIKI) সদস্য

বরাক তরঙ্গ, ২০ জুন : মণিপুর সহ জিরিবাম জেলার ৩৭ নম্বর জাতীয় সড়ক বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি এবং অপহরণের কার্যকলাপ বেড়েই চলেছে। এর বিরুদ্ধে আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ যৌথভাবে ‘অপারেশন তালাশ’ অভিযান শুরু করে। এই অভিযানে বিশাল সফল্য পেল আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ। বৃহস্পতিবার এক তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে দলগুলো জিরিবামের হিলঘাটে চার জন ব্যক্তির মুখোমুখি হয়। তাদের দেখে পালাতে চার ব্যক্তি জিরি নদীতে ঝাঁপ দেয়। কিন্তু পালানোর সময় একজন ধরা পড়ে যায়। বাকি তিনজন গ্রামীণ পথ ধরে পালিয়ে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে পড়ে। চারজন দুর্বৃত্ত কার্যকলাপে জড়িত এবং NSCN (NIKI) সদস্য। এরপর তাকে গ্রেফতার করা হয়। 

একজন সিনিয়র কর্মকর্তার মতে, নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের খোঁজে ‘অপারেশন তালাশ’ চালাচ্ছে। এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রতিজ্ঞা করেছে। আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ এসব অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং জিরিবাম ও আশেপাশের এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্তমূলক পদক্ষেপ বলে জানান ওই কর্তা।

জিরিবামে 'অপারেশন তালাশ' এ গ্রেফতার NSCN (NIKI) সদস্য
Spread the News
error: Content is protected !!