১০ নভেম্বর শ্যামাসঙ্গীত প্রতিযোগিতার সঞ্জীবনীর

১০ নভেম্বর শ্যামাসঙ্গীত প্রতিযোগিতার সঞ্জীবনীর

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : সঞ্জীবনী বেসরকারি সামাজিক সংস্থা আগামী ১০ নভেম্বর প্রথমবারের মতো শ্যামাসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতাটি অধ্যাপক সুদর্শন গুপ্তের স্মৃতিতে আয়োজিত করছে। স্পন্সর করবেন প্রয়াতের মা সুনন্দা সেনগুপ্ত। সংস্থার সম্পাদক অমিত কুমারদেব বলেন, সঞ্জীবনী বেসরকারি সামাজিক সংস্থা গাছ লাগানো সহ আরও বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে থাকে, এই প্রথমবারের তাঁরা শ্যামাসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করছেন। আগামী ১০ নভেম্বর নিউ শুভ মিলন বিবাহ ভবনে বিকেল চারটা থেকে শুরু হবে। এতে অনূর্ধ্ব ১২ বছরের থেকে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অংশ নিতে পারবেন। এই প্রতিযোগিতাটি শুধু শ্যামাসঙ্গীতের উপর হবে। প্রথম বিজয়ীকে নগদ পাঁচ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী তিন হাজার ও তৃতীয় বিজয়ীকে দুই হাজার নগদ পুরস্কার সহ একটি করে ট্রফি তুলে দেওয়া হবে এবং এই সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগিতাদেরকে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হবে।শ্যামল পাল বলেন, প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্ত ছিলেন এই অঞ্চলের মধ্যে ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, তিনি অধ্যাপনার সঙ্গে সামাজিক ও সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ছিলেন। সেই সঙ্গে তিনি একজন মা কালীর ভক্তও ছিলেন।

উপদেষ্টা বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন, বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন এই সঞ্জীবনী বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা। এর আগেও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আগামী ১০ নভেম্বর শ্যামাসঙ্গীত প্রতিযোগিতায় দুইজন শ্যামাসঙ্গীত বিষয়ক বিচারকের দ্বারা বিজয়ীদের নির্বাচিত করা হবে।

১০ নভেম্বর শ্যামাসঙ্গীত প্রতিযোগিতার সঞ্জীবনীর

সুচরিত নাথ জানান, এই শ্যামাসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রতিযোগীরা শ্রীরামকৃষ্ণ হোমিও ফার্মাসি থেকে দুইশো টাকা দিয়ে ফর্ম সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং এখানেই জমা দিতে হবে। বিষয়টির বিশদ বিবরণে জানার জন্য ৯৯৫৪১২৯৬৪৫৭০০২৮৯৮৬৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জহর দত্ত কানুনগো, বিধান চন্দ্র শীল, অসিত সরকার, সন্দীপ পাল, বিশ্বজিৎ ঘোষ, তপনকুমার শীল প্রমুখ।

Author

Spread the News