নুরুদ্দিন আহমদ ট্রফি : শিলচর বনাম তেজপুর ম্যাচে বল গড়ালো না ক্রিজে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটে শিলচর বনাম তেজপুর ম্যাচে এক বলও খেলা হল না। কার্বি আংলংয়ের ডিফুর পাঁচ মাইল ক্রিকেট গ্রাউন্ড ভেজা থাকায় পুরো তিন দিনের খেলা ভেস্তে যায়। আজ বিকেল দুইটায় শেষবারের মতো পর্যবেক্ষণ করে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে শিলচর ও তেজপুর এক পয়েন্ট করে সংগ্রহ করল। নিজেদের প্রথম ম্যাচে বোকাখাতকে ইনিংস এবং ৬৪ রানে হারিয়ে সাত পয়েন্ট পেয়েছিল শিলচর। ফলে, তারা আট পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে। এখন তেজপুর বনাম বোকাখাত ম্যাচের পরই ঠিক হবে এই গ্রুপ থেকে কোন দল সেমিফাইনালে যাবে।

এদিকে, নগাঁওয়ে ঘরোয়া দলের কাছে মাত্র তিন রানে হেরে নিশ্চিত ছয় পয়েন্ট হাতছাড়া করেছে করিমগঞ্জ দল। ফলে, কার্যত তারা ছিটকে গেছে। অবশ্য ৬ জুন থেকে তারা তিনসুকিয়ার বিরুদ্ধে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।

Author

Spread the News