ইডির তরফে নোটিস অনিল আম্বানিকে ! ৫ আগষ্ট হাজিরার নির্দেশ
১ আগস্ট : ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়। বর্তমানে তিনি রিলায়েন্স (Reliance) গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে।
৫ অগস্ট ইডির সদর দপ্তরে অনিল আম্বানিকে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ঋণ প্রতারণা মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে ইডি। গত সপ্তাহে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের ৫০টি সংস্থায় তল্লাশি করেন তদন্তকারীরা। ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হার্ডড্রাইভ সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত (confiscation) করা হয়েছে বলে সূত্রের খবর।
সেবির (Sebi) অভিযোগ, অনিলের রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার প্রায় ১০ হাজার কোটি টাকা CLE প্রাইভেট লিমিটেডের মাধ্যমে অন্যত্র সরিয়ে দিয়েছে। কিন্তু CLE আসলে রিলায়েন্স ইনফ্রা গ্রুপের একটি কোম্পানি। কিন্তু ওই কোম্পানিকে রিলেটেড পার্টি হিসেবে ঘোষণা করা হয়নি।
সেবির দাবি, ২০১৭ থেকে ২০২১ অর্থবর্ষ পর্যন্ত রিলায়েন্স ইনফ্রা প্রায় ১০,১১০ কোটি টাকা রাইট-অফ করেছে। যার মধ্যে প্রভিশন, ইম্পেয়ারমেন্ট ও ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট রয়েছে।
সেবির আরও দাবি, ২০২২য়ের ৩১ মার্চ পর্যন্ত রিলায়েন্স ইনফ্রা ও CLE কোম্পানি তাদের মধ্যে ৮,৩০২ কোটি টাকার লেনদেন করেছিল। যার মধ্যে রয়েছে ICD, ইক্যুইটি ইনভেস্টমেন্ট ও গ্যারান্টি। ২০১৬ থেকে ২০২৩ অর্থবর্ষের মধ্যে হওয়া সমস্ত লেনদেন নিয়ে তদন্ত করছে ইডি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।