সুলতানিতে নয়, মণিপুরেই মডেল ডিগ্রি কলেজ, স্বপ্ন চুরমার ডিমান্ড কমিটির

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : দীর্ঘ এক দশকের লালিত স্বপ্নের চুরমার হয়ে গেল দক্ষিণ হাইলাকান্দির মডেল ডিগ্রি কলেজ ডিমাণ্ড কমিটির। অবশেষে রাজ্য সরকারের সিলমোহর পড়ল মডেল ডিগ্রি  কলেজ নিয়ে। দক্ষিণ হাইলাকান্দির প্রস্তাবিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজ সুলতানির বদলে মণিপুরেই হচ্ছে। রাজ্য সরকারের পাবলিকস ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। ৩০ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে মডেল কলেজের স্থায়ী ভবন। ২৬মাসে শেষ হবে এই ভবন নির্মাণের কাজ। কাজের দরপত্রের বিজ্ঞাপন প্রকাশ হতেই মনক্ষুণ্ণ হয়ে পড়েছেন দক্ষিণ হাইলাকান্দির পিছপড়া অঞ্চলের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ। দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলগুলির বৃহত্তর জনপদকে শিক্ষাদীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বৃহৎ স্বপ্ন নিয়ে এক দশক পূর্বে গঠন হয়েছিল মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। অনেক লড়াইয়ের পর সুলতানির প্রস্তাবিত জমিতে এই কলেজ হাসিল করতে সমর্থ হলেও শেষ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির গনদাবিকে উপেক্ষা করে মণিপুরে কলেজ স্থাপনে উঠেপড়ে লেগে যান কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। এনিয়ে কত যে জল গুলা তার কোন ইয়াত্তা নেই। ঠিক কি কারণে সুলতানি বাগানে প্রচুর জমি থাকা সত্ত্বেও বিধায়ক সুজাম মণিপুরে কলেজ স্থাপনে সক্রিয় হয়েছিলেন তার কোন স্পষ্ট জবাব না থাকলেও অনেকে এর পিছনে বিধায়কের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন।

এদিকে, মডেল কলেজের দরপত্রের বিজ্ঞাপন প্রকাশ হতেই ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দক্ষিণ হাইলাকান্দি জুড়ে। অনেকে বিধায়কের এই গাদ্দারিকে মেনে নিতে পারছেন না। মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েছে। কারণ মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলগুলির শিক্ষা দীক্ষায় পিছপড়া ছাত্রছাত্রীদের স্বার্থে এই কলেজ সুলতানিতে স্থাপন করতে গিয়ে এক সময় ধরনা, বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল হয়েছিল দক্ষিণ হাইলাকান্দি। শেষ পর্যন্ত গৌহাটি হাইকোর্টে এই মামলা দায়ের করে ডিমান্ড কমিটি। সেই মামলার চুড়ান্ত শুনানিতে সুলতানিতে মডেল কলেজ স্থাপনের রায় প্রদান করেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি। এই রায় পেয়ে খুশীতে ডিমান্ড কিমিটি সুলতানিতে রীতিমতো বিজয় মিছিল করে। এর দু-তিন দিন পর নাটকীয় ভাবে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন সুলতানি এলাকার বলদাবলদিতে এক সভা করে তিনিও সঙ্গীদের নিয়ে পালটা মিছিল করে বার্তা দিয়েছিলেন দক্ষিণ হাইলাকান্দিতে হবে মডেল ডিগ্রি কলেজ হবে। ভূল পালটে সুজাম জনগণের গণদাবিকে গুরুত্ব দিয়েছেন বলে অনেক সন্তোষ প্রকাশ করেছিলেন। ডিমান্ড কমিটিও বিধায়কের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু সেই বার্তার পিছনে যে বিধায়কের দুরভিসন্ধিমূলক আচরণ ছিল তা কারো বোধগম্য হয়নি।

সুলতানিতে নয়, মণিপুরেই মডেল ডিগ্রি কলেজ, স্বপ্ন চুরমার ডিমান্ড কমিটির
সুলতানিতে নয়, মণিপুরেই মডেল ডিগ্রি কলেজ, স্বপ্ন চুরমার ডিমান্ড কমিটির

Author

Spread the News