কাপড়ের গুণগত মান নিয়ে আপস নয় : ডিসি

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক কোনও ভাবেই  পড়ুয়াদের ইউনিফর্মের গুণগত মান নিয়ে আপস করা হবে না। প্রতিটি সাপ্লায়ারদের প্রতি এভাবেই বার্তা দিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে। সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম প্রদান করার জন্য বরাত প্রাপ্ত সাপ্লায়ার দের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।শুরুতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় জানান, সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী দুই জোড়া করে সরকারি গাইড লাইন অনুযায়ী ১ লক্ষ টাকার নীচের ১১২৩ স্কুল এবং ১ লক্ষ টাকার উপরে থাকা ১০৭টি স্কুলে গুণগত ইউনিফর্ম দেওয়ার জন্য সমগ্র শিক্ষার স্বীকৃত প্রাপ্ত যেসব সাপ্লায়ার যারা রয়েছেন তাদের অতিস্বত্বর স্কুলস্তরে কাপড় পৌছে দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি জেলার তিনটি শিক্ষা ব্লকেই কাপড়ের গুণগত মান যাচাই করতে ল্যাব টেস্ট চলছে। আর এই যাচাই পর্বে যেসমস্ত সাপ্লাইকারীদের কাপড় গাইড লাইন অনুযায়ী উত্তীর্ণ হবে তাদের ও পরবর্তীতে ছাত্রছাত্রী প্রতি মাথাপিছু ছয়শত টাকা করে প্রদান করা হবে।

তিনি আরও বলেন শুধু স্থানীয় ভাবে নয় গুয়াহাটি তে ও সেম্পল পাঠানো হবে। তাই কাপড়ের গুণগত মান যাতে কোনভাবেই নিম্নমানের না হয়। অন্যাথায় সাপ্লাইকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত ইতিমধ্যে লালা শহরের একটি সাপ্লায়ারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী সহ অভিভাবক মন্ত্রী ও ঘন ঘন খোঁজ নিচ্ছেন। এব্যাপারে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ইউনিফর্ম সাপ্লাই করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, এবছর কাপড়ের রং বদল করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী নীল ও সাদার কম্বিনেশনে ইউনিফর্ম পাবে।

কাপড়ের গুণগত মান নিয়ে আপস নয় : ডিসি

এদিকে, জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে ও সাপ্লায়ার দের সতর্ক করে দেন।যাতে করে গাইড লাইন বহির্ভূত কোন ও ইউনিফর্ম সাপ্লাই করা না হয়। সভায় উপস্থিত হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা স্কুল সমূহের পরিদর্শক তাপস দত্ত, কাটলীছড়া শিক্ষা খণ্ডের আধিকারিক নজমুল হোসেন লস্কর সহ ডিপিও টিটি ড০ বিকাশ ভট্টাচার্য, ফিনান্স অফিসার দীপন চক্রবর্তী সহ বিভিন্ন খণ্ড গাণনিকরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News